Yashasvi Jaiswal Celebration: কার জন্য ছুঁড়েছিলেন 'ফ্লাইং কিস'? অবশেষে গোপন কথা ফাঁস করলেন যশস্বী

Yashasvi Jaiswal Celebration: ইংল্যান্ড সফরে যে ভারতীয় ব্যাটাররা সমর্থকদের হৃদয় জিতেছেন, সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালেরও। এই ইংল্যান্ড ট্যুরের শুরুটা তিনি একটি দুর্দান্ত শতরান হাঁকিয়ে করেছিলেন।

Yashasvi Jaiswal Celebration: ইংল্যান্ড সফরে যে ভারতীয় ব্যাটাররা সমর্থকদের হৃদয় জিতেছেন, সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালেরও। এই ইংল্যান্ড ট্যুরের শুরুটা তিনি একটি দুর্দান্ত শতরান হাঁকিয়ে করেছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Yashasvi Jaiswal

শতরান করার পর ফ্লাইং কিস ছুঁড়ছেন যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal: ইংল্যান্ড সফরে যে ভারতীয় ব্যাটাররা সমর্থকদের হৃদয় জিতেছেন, সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালেরও। এই ইংল্যান্ড ট্যুরের শুরুটা তিনি একটি দুর্দান্ত শতরান হাঁকিয়ে করেছিলেন। আর শেষটাও করলেন একটি ধামাকাদার সেঞ্চুরি দিয়েই। লিডসে আয়োজিত প্রথম টেস্ট ম্য়াচে শতরান করার পর জয়সওয়াল দ্য ওভালে আয়োজিত পঞ্চম তথা সিরিজের শেষ ম্য়াচের দ্বিতীয় ইনিংসেও ১১৮ রানের একটি স্মরণীয় ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। সেইসঙ্গে তিনি কার্যত প্রমাণ করে দিয়েছেন, টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ইতিমধ্যে হয়ে উঠেছেন।

Advertisment

IND vs ENG 5th Test: যশস্বী ঝড়ে উড়ল ইংরেজরা, সেঞ্চুরি করেই ভাগ বসালেন রোহিত-গাভাসকারের রেকর্ডে

কেনিংটন ওভাল টেস্ট ম্য়াচের তৃতীয় দিন জয়সওয়াল যখন শতরান করেন, সেইসময় তিনি সেটা বিশেষভাবে সেলিব্রেশন করেন। মাঠে দাঁড়িয়েই ফ্লাইং কিস ছুঁড়তে থাকেন তিনি। সেইসঙ্গে হাত দিয়ে হার্ট ইমোজিও তৈরি করেন। কার জন্য এমন সেলিব্রেশন করলেন জয়সওয়াল, অবশেষে তা নিজের মুখেই স্বীকার করলেন।

Advertisment

Yashasvi Jaiswal Record: বার্মিংহামে দুরন্ত কীর্তি যশস্বীর, ভাঙলেন শচীনের রেকর্ড

দ্য ওভালে আয়োজিত পঞ্চম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে শতরান করার পর যশস্বী জয়সওয়াল প্রথমে নিজের হেলমেট খোলেন। তারপর মুহূর্মুহূ ছুঁড়তে শুরু করেন ফ্লাইং কিস। এরপর দুটো হাত জুড়ে তিনি হার্ট ইমোজিও তৈরি করেন। জয়সওয়ালের এই ইনিংসকে গোটা স্টেডিয়াম কুর্নিশ জানায়। একদিকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা আনন্দে নাচ করছিলেন, অন্যদিকে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও করতালি দিয়ে অভিনন্দন জানান। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

Yashasvi Jaiswal Dance: 'দেশ হারছে, আর ও নাচছে...', সেঞ্চুরি হাঁকিয়েও 'নির্লজ্জ' তকমা পেলেন যশস্বী

এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে যশস্বী জানিয়েছেন যে এই সেলিব্রেশনটা তাঁর বাবা-মায়ের জন্য ছিল। এই প্রথমবার যশস্বীর বাবা-মা স্টেডিয়ামে বসে ছেলের খেলা লাইভ দেখলেন। পরিবারের সামনে শতরান সবসময়ই খুব স্পেশাল হয়। আর সেকারণেই বাবা-মায়ের জন্য যশস্বী বিশেষভাবে তাঁর শতরান সেলিব্রেট করলেন। জয়সওয়াল জানিয়েছেন, এই সেলিব্রেশনটা আসলে আমার বাবা-মায়ের জন্য ছিল। সেকারণে আমি আরও বেশি করে আবেগমথিত হয়েছিলাম। ওঁদের সামনে সেঞ্চুরি করার গুরুত্বই আলাদা।

Yashasvi Jaiswal: ট্রফির আশা শেষ, ঝোপ বুঝে কোপ মারলেন যশস্বী! ছোট্ট কথাতেই উগরে দিলেন অভিমান?

জয়সওয়ালের শতরানে ভর করেই ভারত ৩৯৬ রান করে

টিম ইন্ডিয়ার বাঁ-হাতি তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল ১৬৪ বলে ১৪ বাউন্ডারি এবং ২ ছক্কার দৌলতে ১১৮ রান করেন। এরপর জস টাং তাঁর উইকেট শিকার করেন। একদিকে যখন ধারাবাহিকভাবে টিম ইন্ডিয়ার উইকেট পড়তে শুরু করেছিল, তখন যশস্বী একটা দিক ধরে রেখেছিলেন। সেকারণে টিম ইন্ডিয়ার কাছে এই ইনিংসটা এত বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেট দলের ৩৯৬ রান করার পিছনে যশস্বীর এই সেঞ্চুরির গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডের সামনে দ্বিতীয় ইনিংসে ভারত ৩৭৪ রানের টার্গেট দিয়েছে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ড ৫০ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছে। এখনও ২ দিনের খেলা বাকি রয়েছে। ইংল্যান্ডের জয়ের জন্য ৩২৪ রান দরকার। আর ভারতের দরকার ৯ উইকেট।

Yashasvi Jaiswal