IND vs ENG 5th Test: অফিস বড় বালাই! 'রবিবারই ম্যাচ শেষ করুন', আর্জি ভারতীয় ক্রিকেট ফ্যানের

IND vs ENG 5th Test 2025: ওভাল টেস্ট জিততে হলে ইংল্য়ান্ডকে এখনও ৩২৪ রান করতে হবে। হাতে বাকি রয়েছে ৯ উইকেট। যদি কাঁধে চোটের কারণে ব্যাট করতে পারবেন না ক্রিস ওকস।

IND vs ENG 5th Test 2025: ওভাল টেস্ট জিততে হলে ইংল্য়ান্ডকে এখনও ৩২৪ রান করতে হবে। হাতে বাকি রয়েছে ৯ উইকেট। যদি কাঁধে চোটের কারণে ব্যাট করতে পারবেন না ক্রিস ওকস।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs England (1)

দুই দলের কাছেই বিশেষ অনুরোধ ক্রিকেট ফ্যানের

India vs England: লন্ডনের কেনিংটন ওভালে আয়োজিত পঞ্চম টেস্ট ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল যে চালকের আসনে বসে রয়েছে, তা অস্বীকার করা যায় না। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চতুর্থ দিনের খেলা। ব্রিটিশদের সামনে রয়েছে ৩২৪ রানের বিশাল টার্গেট। আর হাতে রয়েছে ৯ উইকেট। তবে আট উইকেট বলাই শ্রেয়, কারণ ক্রিস ওকস তো কাঁধে চোটের কারণে ব্যাট করতে পারবেন না। এই পরিস্থিতিতে চতুর্থ দিনই ভারতের বোলিং ডিপার্টমেন্ট ম্য়াচটা শেষ করতে পারে কি না, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।

Advertisment

IND vs ENG Day 3 Highlights: দুরন্ত যশস্বী, রেকর্ড জাদেজার! রবিবারই ভারতের পকেটে ওভাল টেস্ট?

ইতিমধ্যে, শনিবার (২ অগাস্ট) দ্য ভারত আর্মি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে এক ভারতীয় ক্রিকেট সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে। তাঁর হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড। আর সেই প্ল্যাকার্ডে ভারত এবং ইংল্যান্ডের কাছে বিশেষ অনুরোধ করা হয়েছে। লেখা রয়েছে, 'দুটো দলের কাছেই আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। দয়া করে আগামীকালের মধ্যে ম্যাচটা শেষ করে দিন। সোমবার আমার বস আমাকে ছুটি দেবেন না।' এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। আসতে শুরু করেছে কমেন্টের বন্যাও। প্রত্যেকের মুখে একটাই কথা শোনা যাচ্ছে। এটাই নাকি কর্পোরেট দুনিয়ার বাস্তব ছবি। পাশাপাশি অনেকে আবার বিষয়টা নিয়ে মশকরাও করছেন।

Advertisment

যাইহোক, এই ম্য়াচের তৃতীয় দিন ইংরেজদের বিরুদ্ধে যে ভারতীয় ক্রিকেটাররা শাসন করল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। টেস্ট ক্রিকেটে ষষ্ঠ শতরান হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এর পাশাপাশি আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। এই দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৭৪ রানের বিশাল টার্গেট খাড়া করেছিল। হাতে এখনও ২ দিন সময় রয়েছে। ফলে এই টেস্ট ম্য়াচে সময়ের ঘাটতি কোনও ফ্যাক্টর হবে না। তবে ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল যে শাঁখের করাত পরিস্থিতি তৈরি করতে পারে, এমনটা অনেকেই আশঙ্কা করছেন। এমনকী, তারা অলআউট হওয়ার ঝুঁকি নিতেই পিছপা হবে না।

IND vs ENG 5th Test: যশস্বী ঝড়ে উড়ল ইংরেজরা, সেঞ্চুরি করেই ভাগ বসালেন রোহিত-গাভাসকারের রেকর্ডে

প্রসঙ্গত, তৃতীয় দিনের শেষ বলে মহম্মদ সিরাজ উইকেট শিকার করেছেন। জ্যাক ক্রলি প্যাভিলিয়নে ফিরতেই টিম ইন্ডিয়া অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। প্রথম ইনিংসে ৯২ রানের পার্টনারশিপের পর, ক্রলি এবং বেন ডাকেট দ্বিতীয় ইনিংসেও ৫০ রানের যুগলবন্দি গড়ে তোলেন। সিরাজ এই ধাক্কাটা না দিলে দুজনেই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন।

IND vs ENG 5th Test: আকাশ দীপ গড়লেন এমন রেকর্ড, গত ২৫ বছরে যা করেছেন মাত্র চার ভারতীয়!

চতুর্থ এবং পঞ্চম দিন এই ম্য়াচে অনেক রং পরিবর্তন হবে। তবে সবথেকে বড় প্রশ্ন এটাই যে ভারত কি ওভাল টেস্টে জয়লাভ করতে পারবে? না স্নায়ুর যুদ্ধে জিতবে ইংল্যান্ড এবং এই টার্গেট তারা অর্জন করতে পারবে? আপাতত একটাই কথা বলা যেতে পারে। খেলা হবে।

IND vs ENG 5th Test KL Rahul Record: ২২ বছর পর বদলাল ইতিহাস, ওভাল টেস্টে কোন রেকর্ড গড়লেন রাহুল?

কঠিন, তবে অসম্ভব নয় ইংল্যান্ডের কাছে

ওভাল টেস্টে জয়ের একটা বড় সম্ভাবনা কিন্তু ইংল্যান্ডের সামনে রয়েছে। অন্তত সাম্প্রতিক অতীতের রেকর্ড ঘাঁটলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। ২০১৯ সালে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫৯ রান তাড়া করে জয়লাভ করেছিল। ২০২২ সালে ভারতের বিরুদ্ধেই জিতেছিল ৩৭৮ রান তাড়া করে। ২০২৫ সালে ফের ভারতের বিরুদ্ধে তাদের সামনে ছিল ৩৭১ রানের টার্গেট! ফলে চতুর্থ ইনিংসে ব্রিটিশরা চাপ যে কতটা ভাল সামলাতে পারে, সেটা তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে।

India vs England