IND vs ENG 5th Test: ৪ বছর আগের জয়ের নায়কই বাদ! ওভাল টেস্টে কেমন দল নামাচ্ছে টিম ইন্ডিয়া?

IND vs ENG 5th Test: চতুর্থ টেস্টে ৪১ রান করা শার্দুলকে লন্ডনের ওভালে পঞ্চম টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে। মজার বিষয়, এই একই ওভাল মাঠে আগেরবার তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

IND vs ENG 5th Test: চতুর্থ টেস্টে ৪১ রান করা শার্দুলকে লন্ডনের ওভালে পঞ্চম টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে। মজার বিষয়, এই একই ওভাল মাঠে আগেরবার তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shardul Thakur IND vs ENG: ২০২১ সালে এই ওভালেই ম্যাচ জেতানো ইনিংস খেলেন শার্দুল ঠাকুর

Shardul Thakur IND vs ENG: ২০২১ সালে এই ওভালেই ম্যাচ জেতানো ইনিংস খেলেন শার্দুল ঠাকুর

IND vs ENG 5th Test: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচের (IND vs ENG) আগে দল বাছতে গিয়ে মাথা খারাপ টিম ইন্ডিয়ার। শুধুমাত্র ঋষভ পন্থ (Rishabh Pant), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বা অংশুল কাম্বোজকে (Anshul Kamboj) ঘিরেই নয়, শার্দুল ঠাকুরও (Shardul Thakur) এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। চতুর্থ টেস্টে ৪১ রান করা শার্দুলকে লন্ডনের ওভালে পঞ্চম টেস্টের প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হতে পারে। মজার বিষয়, এই একই ওভাল মাঠে আগেরবার তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।

Advertisment

ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে ৩১ জুলাই থেকে লন্ডনের ওভাল গ্রাউন্ডে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই ঠিক হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy) কার ঝুলিতে যাবে। ওভালে ভারত ও ইংল্যান্ড এর আগে মোট ১৪টি টেস্ট খেলেছে, যার মধ্যে ভারত জিতেছে মাত্র দুটি, ১৯৭১ এবং ২০২১ সালে। ২০২১ সালের সেই ঐতিহাসিক জয়ে রোহিত শর্মা করেছিলেন শতরান, বিরাট কোহলির ব্যাট থেকে এসেছিল হাফসেঞ্চুরি, কিন্তু ম্যাচের এক অন্যতম নায়ক ছিলেন শার্দুল ঠাকুর। দুর্ভাগ্যজনকভাবে, এবার সেই শার্দুলকেই বসিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন 'একই ভুল আর করো না...', শুভমানকে 'স্পেশাল টিপস' দিয়ে সতর্ক করলেন অশ্বিন

Advertisment

২০২১ সালের ওভাল টেস্টে শার্দুল প্রথম ইনিংসে করেছিলেন ৫৭ রান ও দ্বিতীয় ইনিংসে ৬০ রান। প্রথম ইনিংসে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। সেই ম্যাচে তিনটি উইকেটও নিয়েছিলেন। ভারত ম্যাচটি জেতে ১৫৭ রানে। যদিও ম্যাচসেরা হন রোহিত শর্মা, যিনি দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেছিলেন, তবে জয়ের ভিত গড়ে দেন শার্দুলই।

যখন ভারতের প্রথম ইনিংসে ৭ উইকেট পড়ে যায় মাত্র ১১৭ রানে, তখন শার্দুল একটি গুরুত্বপূর্ণ হাফসেঞ্চুরি করে দলকে ১৯১ পর্যন্ত নিয়ে যান। দ্বিতীয় ইনিংসেও তিনি ঋষভ পন্থের সঙ্গে জুটি গড়ে ভারতকে ৪০০ রানের গণ্ডি পের করতে সাহায্য করেন।

আরও পড়ুন ওভাল টেস্টে সেরা অস্ত্রকে ছাড়াই নামছে ভারত, ২৬ বছরের তারকার অভিষেক প্রায় নিশ্চিত

ধারণা করা হচ্ছে, পঞ্চম টেস্টে শার্দুল ঠাকুরের জায়গায় দলে আসতে পারেন স্পিনার কুলদীপ যাদব। ভারত এই ম্যাচ জিতে সিরিজ ২-২ এ সমতা আনতে চাইছে। বর্তমানে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।

Shubman Gill Shardul Thakur India vs England IND vs ENG