Ashwin on IND vs ENG 5th Test: 'একই ভুল আর করো না...', শুভমানকে 'স্পেশাল টিপস' দিয়ে সতর্ক করলেন অশ্বিন

India Test Series News: আগামী ৩১ জুলাই থেকে দ্য ওভালে শুরু হচ্ছে অন্তিম তথা পঞ্চম টেস্ট ম্য়াচ। এই টেস্ট ম্য়াচটা ভারতকে জিততেই হবে। কারণ ড্র করলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর হারলে তো কোনও কথাই নেই!

India Test Series News: আগামী ৩১ জুলাই থেকে দ্য ওভালে শুরু হচ্ছে অন্তিম তথা পঞ্চম টেস্ট ম্য়াচ। এই টেস্ট ম্য়াচটা ভারতকে জিততেই হবে। কারণ ড্র করলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর হারলে তো কোনও কথাই নেই!

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill and Ravichandran Ashwin

শুভমান গিল এবং রবিচন্দ্রন অশ্বিন

India vs England: ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে। সিরিজের প্রথম চারটে ম্য়াচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। ভারত আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে এই সিরিজে। এই পরিস্থিতিতে আগামী ৩১ জুলাই থেকে দ্য ওভালে শুরু হচ্ছে অন্তিম তথা পঞ্চম টেস্ট ম্য়াচ। এই টেস্ট ম্য়াচটা ভারতকে জিততেই হবে। কারণ ড্র করলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে, আর হারলে তো কোনও কথাই নেই! এই পরিস্থিতিতে শুভমান গিল (Shubman Gill) অ্যান্ড কোম্পানিকে স্পেশাল টিপস দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। জানিয়ে দিলেন, কোন ফর্মুলায় টিম ইন্ডিয়া এই টেস্ট ম্য়াচে জয়লাভ করতে পারে।

Advertisment

IND vs ENG 2025: কেন ওভালের পিচ কিউরেটরের উপর ফুঁসলেন গম্ভীর, সত্যিটা জানলে রাগ হবে আপনারও

ম্যানচেস্টার টেস্ট ম্য়াচে পরাজয়ের পর, ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। সিরিজের চতুর্থ টেস্ট ম্য়াচে ব্যাটিং গভীরতা আনার জন্য টিম ম্য়ানেজমেন্ট কি ভারতের বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে সমঝোতা করেছে? প্রথম ইনিংসে ভারতের ১০ উইকেট শিকার করতে প্রায় ১৫৭ ওভার সময় লেগেছিল। অন্যদিকে, ইংল্যান্ড ৬৬৯ রানের একটি পাহাড়প্রমাণ রান খাড়া করে। গোটা ম্য়াচে মাত্র ২৪ উইকেটের পতনই দেখতে পাওয়া যায়। আর শেষপর্যন্ত এই ম্য়াচটা ড্র হয়ে যায়।

Advertisment

IND vs ENG 5th Test: ওভাল টেস্টে সেরা অস্ত্রকে ছাড়াই নামছে ভারত, ২৬ বছরের তারকার অভিষেক প্রায় নিশ্চিত

এই সিরিজে ভারত জিততে পারবে না। একথা আপাতত সবাই জানে। তবে সিরিজটা ড্র করার সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। এই কঠিন পরিস্থিতিতেই ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করলেন অশ্বিন। তুলে ধরলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার কথায়। রবির কথায়, যদি এই সমস্যাগুলো মেটানো যায়, তাহলে ওভাল টেস্টে জয়লাভ করতে পারবে ভারত। শুধু তাই নয়, চলতি সিরিজটাও ড্র করতে পারবে। 

IND vs ENG 5th Test: ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র হলে কার হাতে উঠবে ট্রফি? কী বলছে ICC-র নিয়ম?

অশ্বিনের কথায়, এই সিরিজ শুরু হওয়ার আগে শুভমানের অধিনায়কত্ব নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। নির্বাচকদের ভূমিকা নিয়েও তোলা হয়েছিল একাধিক প্রশ্ন। কিন্তু, বর্তমানে তাঁদের মুখ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। গিলের প্রশংসা করে তিনি বললেন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে কী দুর্দান্ত ব্যাটিংটাই না করেছে শুভমান। প্রমাণ করে দিয়েছে, যে টেকনিকে ভর করে তিনি এগিয়ে যাচ্ছে, সেটা একেবারেই সঠিক। তবে অধিনায়ক হিসেবে শুভমান এখনও পর্যন্ত নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি।'

IND vs PAK Match: শহিদদের পরিবারকে কী জবাব দেবেন? ভারত-পাক ম্যাচ নিয়ে সংসদে গর্জে উঠলেন মুসলিম নেতা

ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অফস্পিনার বললেন, 'ওয়াশিংটন সুন্দরের হাতে বল দিতে ও অনেকটাই দেরি করে ফেলেছে। এটা শুভমানের রণনীতিতে একটা মস্ত বড় ভুল ছিল। তবে আমি আবারও বলব, ওর বয়স এখন অনেকটাই কম। আর ভুল থেকেই তো মানুষ শিক্ষাগ্রহণ করে। আশা করি, গিল এই ভুল থেকে দ্রুত শিখতে পারবে।'

ব্যাটিং গভীরতা নয়, বোলিং দক্ষতাই জেতায় টেস্ট ম্য়াচ: অশ্বিন

অশ্বিন আরও যোগ করেছেন, গোটা সিরিজেই টিম ইন্ডিয়ার রণনীতিতে যথেষ্ট পরিকল্পনার অভাব ছিল। খুব বেশি স্ট্র্যাটেজি টিম ইন্ডিয়া গ্রহণ করেনি। তবে এবার ভারতের উচিত একজন অতিরিক্ত বোলারকে খেলানো। শুভমান এবং গম্ভীরকে স্পেশাল টিপস দিয়ে অশ্বিন বললেন, 'এবার এই ভুলটা তোমরা শুধরে নিও। এই সিদ্ধান্তের পরও হয়ত তোমরা হারতে পারো। কিন্তু, তবুও এই সিদ্ধান্তটা গ্রহণ করো। একটা কথা সবসময় মনে রেখো - ব্যাটিং গভীরতা দিয়ে কোনওদিন কোনও টেস্ট ম্য়াচে জয়লাভ করা যায় না। সেক্ষেত্রে হয়ত ম্য়াচ ড্র করা যেতে পারে। টেস্ট ম্য়াচ জিততে হলে বোলিং ডিপার্টমেন্টকে শক্তিশালী হতে হয়।'

Ravichandran Ashwin Shubman Gill India vs England