IND vs ENG 5th Test: ওভাল টেস্টে সেরা অস্ত্রকে ছাড়াই নামছে ভারত, ২৬ বছরের তারকার অভিষেক প্রায় নিশ্চিত

IND vs ENG 5th Test: লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের নির্ধারণী টেস্ট। ৫ ম্যাচের সিরিজে বর্তমানে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে সিরিজ বাঁচাতে জিততেই হবে শুভমান গিলদের।

IND vs ENG 5th Test: লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের নির্ধারণী টেস্ট। ৫ ম্যাচের সিরিজে বর্তমানে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে সিরিজ বাঁচাতে জিততেই হবে শুভমান গিলদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 5th Test: ওভাল টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের

IND vs ENG 5th Test: ওভাল টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের

Jasprit Bumrah miss fifth test against England: ভারত-ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে খেলবেন না জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর জায়গায় চোট কাটিয়ে ফেরা পেসার আকাশ দীপ (Akash Deep) দলে সুযোগ পেতে পারেন। লন্ডনের কেনিংটন ওভালে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে সিরিজের নির্ধারণী টেস্ট। ৫ ম্যাচের সিরিজে বর্তমানে ভারত ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ফলে সিরিজ বাঁচাতে জিততেই হবে শুভমান গিলদের।

Advertisment

বিসিসিআই’র মেডিক্যাল টিমের সিদ্ধান্ত

ইএসপিএনক্রিকইনফো-র রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই-এর মেডিক্যাল টিম বুমরাহকে জানিয়েছে যে, তাঁর পিঠের চোটের কথা মাথায় রেখে এবং দীর্ঘমেয়াদি কেরিয়ারের স্বার্থে তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিজ শুরু হওয়ার আগেই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা স্থির করেছিলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাহকে পাঁচটির মধ্যে মাত্র তিনটি টেস্টে খেলানো হবে।

Advertisment

আরও পড়ুন ভারত-ইংল্যান্ড সিরিজ ড্র হলে কার হাতে উঠবে ট্রফি? কী বলছে ICC-র নিয়ম?

প্রথম টেস্ট খেলেছিলেন হেডিংলেতে। দ্বিতীয় টেস্টে (এজবাস্টনে), যেখানে ভারত জয় পায়, বিশ্রামে রাখা হয়েছিল তাঁকে। এরপর তিনি লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে টানা দুটি টেস্ট খেলেন।

শেষ টেস্টের আগে চাপ সামলাতে বিশ্রাম

চতুর্থ টেস্টে বুমরাহর পারফরম্যান্সে ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। প্রথম সেশনে বলই করতে পারেননি তিনি। সেই ম্যাচে তিনি ৩৩ ওভার বল করে মাত্র ২ উইকেট পান এবং নিজের টেস্ট কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে ১০০ রান দেন। এমন পারফরম্যান্স ও ক্লান্তি মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ম্যাচের পর ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, বুমরাহ শেষ টেস্টে খেলার জন্য ফিট। কিন্তু দু’দিন পরেই তাঁকে না খেলানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন 'তোমার থেকে শিখব না...!', ওভালের কিউরেটরের সঙ্গে তুমুল ঝামেলা গম্ভীরের, Video Viral

আকাশ দীপের খেলার সম্ভাবনা

বুমরাহর অনুপস্থিতিতে আকাশ দীপকে খেলানো হতে পারে। চতুর্থ টেস্টে পিঠের যন্ত্রণায় তিনি খেলতে পারেননি। তবে মঙ্গলবার বিকল্প অনুশীলনে অংশ নিয়েছেন এই তরুণ পেসার, যা শেষ টেস্টে তাঁর দলে ফেরার ইঙ্গিত দিচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয়, ওভাল টেস্টে অভিষেক হতে পারে আর্শদীপ সিংয়ের (Arshdeep Singh)। হাতের চোট পেয়ে তিনি চতুর্থ টেস্টে স্কোয়াড থেকে ছিটকে যান। কিন্তু যা পরিস্থিতি ২৬ বছরের এই তরুণ পেসারের অভিষেক হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুমরাহ এখনও পর্যন্ত সিরিজে ১৪টি উইকেট নিয়েছেন, সমান উইকেট রয়েছে মোহাম্মদ সিরাজেরও। দু’জনেই যৌথভাবে ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারি।

এই অবস্থায় ওভালে ভারত যদি জেতে, তাহলে ২-২ ফলে সিরিজ শেষ হবে। তাই এই ম্যাচের গুরুত্ব অত্যন্ত বেশি, এবং আকাশ দীপের জন্যও এটি হতে চলেছে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার।

Jasprit Bumrah Arshdeep Singh Akash Deep IND vs ENG