Mohammed Siraj covers his face after blunder: ভারত ও ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পঞ্চম টেস্টের চতুর্থ দিন ওভালের মাঠে এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল। ৩৪তম ওভারে এক ক্যাচ মিস করে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) হ্যারি ব্রুককে (Harry Brook) জীবনদান করলেন, যা শুধু ইংল্যান্ডের ইনিংসকে এগিয়ে দিল না, ভারতের মনোবলেও আঘাত হানল।
ঘটনাটি ঘটে যখন ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক প্রসিদ্ধ কৃষ্ণর একটি শর্ট বল খেলেন লং লেগ এরিয়ার দিকে, যেখানে ফিল্ডিং করছিলেন সিরাজ। ক্যাচটি সহজ মনে হলেও সিরাজ ব্যালান্স রাখতে না পেরে বাউন্ডারি লাইনে গিয়ে পা রাখেন। বল হাতে ধরার পরই তিনি বুঝতে পারেন, নিজের পা বাউন্ডারির দড়ি ছুঁয়ে গেছে। হতবাক সিরাজ মুহূর্তেই মুখ ঢেকে ফেলেন হাতের তালু দিয়ে, আর বোলার প্রসিদ্ধ কৃষ্ণ, যাঁর মুখে এক মুহূর্ত আগেও উইকেট পাওয়ার আনন্দ ছিল, তা নিমেষে হতাশায় পরিণত হয়।
এই ভুল কেবল ইংল্যান্ডের স্কোরে ছয় রান যোগ করল না, বরং ব্রুকের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারকে দিল আরও একটি সুযোগ। এদিন মধ্যাহ্নভোজে ইংল্যান্ড পৌঁছায় ৩ উইকেটে ১৬৪ রানে। হ্যারি ব্রুক ৩৮ এবং জো রুট ২৩ রানে অপরাজিত ছিলেন।
আরও পড়ুন ইংল্যান্ডের বিরুদ্ধে 'ইতিহাস' সিরাজ, বুমরাহের পর গড়লেন মহা রেকর্ড!
চতুর্থ দিনের শুরুতে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৫০। ক্রিজে ছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। যদিও দু’জনেই প্রথমে কিছুটা স্থিরতা আনেন, দিনের শেষ বলেই সিরাজ ক্রলিকে আউট করে ভারতের পক্ষে প্রথম সাফল্য এনে দেন। এরপর পঞ্চম দিনের সকালে প্রসিদ্ধ কৃষ্ণ বেন ডাকেটকে ফিরিয়ে দেন, যিনি ৮৩ বলে ৫৪ রান করেছিলেন। ওলি পোপ ২৭ রান করেও সিরাজের বলেই প্যাভিলিয়নে ফেরেন।
ভারতের দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়াল করেন ১১৮ রান, আকাশ দীপ তুলে নেন তাঁর প্রথম টেস্ট ফিফটি (৬৬), এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (৫৩) ও ওয়াশিংটন সুন্দর (৫৩) দলে বড় অবদান রাখেন। সব মিলিয়ে ভারত ৩৯৬ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে জয়ের জন্য লক্ষ্য দেয় ৩৭৪ রানের।
আরও পড়ুন রোহিতের গুরুমন্ত্রেই ওভালে তাণ্ডব যশস্বীর! হিটম্যানের কোন কথায় হাঁকালেন সেঞ্চুরি?
ম্যাচ এখন উত্তেজনার চূড়ায়। ব্রুক-রুট জুটি কি টিকে থাকবে, নাকি সিরাজ-প্রসিদ্ধদের পেস ঘোরাবে খেলা? উত্তরের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।