Mohammed Siraj Record: ইংল্যান্ডের বিরুদ্ধে 'ইতিহাস' সিরাজ, বুমরাহের পর গড়লেন মহা রেকর্ড!

India vs England 2025 Test Series: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে।

India vs England 2025 Test Series: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj (1)

ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ

India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ চলছে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা মহম্মদ সিরাজ (Mohammed Siraj) দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। ধারাবাহিকভাবে তিনি টিম ইন্ডিয়ার হয়ে শিকার করেছেন উইকেট। ওভাল টেস্টে রবিবার (৩ অগাস্ট) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্রিটিশ অধিনায়ক অলি পোপকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন তিনি। আর সেইসঙ্গে কায়েম করলেন একটি বড় রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে এক টেস্ট সিরিজে তিনি দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করলেন।

Advertisment

ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে ২০ কিংবা তার বেশি সংখ্যক উইকেট শিকার একমাত্র ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহই করেছেছেন। ২০২১-২২ মরশুমে তিনি ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে মোট ২৩ উইকেট শিকার করেন। ২০২৫ সালে সিরাজ অলি পোপকে তাঁর ২০ নম্বর শিকার করলেন। এই তালিকায় সিরাজ আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে।

ইংল্যান্ডের মাটিতে এক টেস্ট সিরিজে ভারতের হয়ে সর্বাধিক উইকেটশিকারী

Advertisment
  • জসপ্রীত বুমরাহ - ২৩ উইকেট (২০২১-২২)
  • মহম্মদ সিরাজ - ২০* উইকেট (২০২৫)

IND vs ENG 5th Test: অফিস বড় বালাই! 'রবিবারই ম্যাচ শেষ করুন', আর্জি ভারতীয় ক্রিকেট ফ্যানের

গত ১৫ বছরে পাঁচবার ঘটেছে এমন কাণ্ড

গত ১৫ বছরের মধ্যে মাত্র পাঁচবারই কোনও ভারতীয় বোলার SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে কমপক্ষে ২০ উইকেট শিকার করেছেন। আর এই কৃতিত্ব অর্জন করেছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। এই ২ ভারতীয় পেস বোলার দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। বিশেষ করে কঠিন সময়ে উইকেট শিকার করে টিম ইন্ডিয়াকে অ্যাডভান্টেজ এনে দিচ্ছেন।

IND vs ENG 5th Test: শুভমানের পারফরম্যান্সে গদগদ গাভাসকর, ক্যাপ্টেনকে দিলেন সবচেয়ে দামি উপহার

গত ১৫ বছরে সেনা দেশের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ২০ উইকেট শিকারী ভারতীয় বোলার

  • ২০১৮: জসপ্রীত বুমরাহ, অস্ট্রেলিয়া
  • ২০২১-২২: জসপ্রীত বুমরাহ - ২৩ উইকেট, ইংল্যান্ড
  • ২০২৪: জসপ্রীত বুমরাহ, অস্ট্রেলিয়া
  • ২০২৪: মহম্মদ সিরাজ, অস্ট্রেলিয়া
  • ২০২৫: জসপ্রীত বুমরাহ- ২০* উইকেট, ইংল্যান্ড

IND vs ENG 5th Test: রোহিতের গুরুমন্ত্রেই ওভালে তাণ্ডব যশস্বীর! হিটম্যানের কোন কথায় হাঁকালেন সেঞ্চুরি?

বিদেশের মাটিতে আগুন পারফরম্য়ান্স সিরাজের

বিদেশের উইকেটে মহম্মদ সিরাজ কার্যত আগুন পারফরম্য়ান্স করেন। ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত বিদেশের মাটিতে তিনি ২৬ টেস্ট ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে ২৯ ইনিংসে তিনি মোট ৯৬ উইকেট শিকার করেছেন। বিদেশের মাটিতে ১০০ উইকেট শিকার করতে আর মাত্র চারজনকে আউট করতে হবে। ইংল্যান্ডের বাকি ৬ উইকেটের মধ্যে তিনি আর কতগুলো শিকার করতে পারেন, সেটাই আপাতত দেখার। এই টেস্ট সিরিজে সিরাজই সর্বাধিক উইকেট শিকার করেছেন।

4 Indian Batters with Most Bounderies: এই ৪ ভারতীয় ক্রিকেটার লিখেছেন 'রূপকথা', শীর্ষে রয়েছেন শুভমান

মহম্মদ সিরাজের টেস্ট কেরিয়ার

২০২০ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে ডেবিউ হয়েছিল মহম্মদ সিরাজের। তারপর থেকে তিনি মোট ৪১ টেস্ট ম্যাচ খেলেছেন। এরমধ্যে ৩১.৩৩ গড়ে এবং ৩.৫৮ ইকোনমি রেটে তিনি মোট ১২০ উইকেট শিকার করেছেন।

Mohammed Siraj India vs England