ICC Rankings: টেস্টে সেরার সেরা জাডেজা-ই, ওভালে নয়া ইতিহাস লিখবেন টিম ইন্ডিয়ার তারকা!

Ravindra Jadeja ICC Rankings: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে জাডেজার সাহসী শতরান ভারতকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল। এই পারফরম্যান্সের ফলেই তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

Ravindra Jadeja ICC Rankings: ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে জাডেজার সাহসী শতরান ভারতকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল। এই পারফরম্যান্সের ফলেই তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja ICC Rankings: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে জাডেজা এখন শীর্ষস্থানে রয়েছেন

Ravindra Jadeja ICC Rankings: আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে জাডেজা এখন শীর্ষস্থানে রয়েছেন

Ravindra Jadeja Top Ranked All-rounder: ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) তাঁর কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। চোট কাটিয়ে ফেরার পর থেকে তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে (ICC Ranking) তিনি এখন শীর্ষস্থানে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের থেকে ১১৭ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছেন।

Advertisment

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে (IND vs ENG 4th Test Match) ইংল্যান্ডের বিরুদ্ধে জাডেজার সাহসী শতরান ভারতকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল। সেই ম্যাচে ১০৭ রানে অপরাজিত থেকে চারটি উইকেটও নিয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সের ফলেই তিনি আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এবং এখন তাঁর মোট পয়েন্ট ৪২২।

আরও পড়ুন ক্রিকেটার তো নয় যেন যোদ্ধা! জাডেজার অনন্য কীর্তি নিয়ে লাজবাব পোস্ট সহধর্মিনীর

Advertisment

জাডেজা শুধু অলরাউন্ডার তালিকায় নয়, ব্যাটসম্যান ও বোলার হিসেবেও উন্নতি করেছেন। ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৫ ধাপ উঠে এসেছেন ২৯তম স্থানে, আর বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে পৌঁছেছেন ১৪ নম্বরে। চলতি ইংল্যান্ড সিরিজে তিনি ভারতের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। চার টেস্টে করেছেন ৪৫৪ রান। যদি ওভালে শেষ টেস্টে তিনি আরও ১৭৬ রান করতে পারেন, তাহলে ইতিহাসে নাম লেখাবেন।

ইতিহাসের পথে ৪০০০ রান

রবীন্দ্র জাডেজা এখন পর্যন্ত ৮৪টি টেস্টে ১২৬ ইনিংসে ৩৮২৪ রান করেছেন এবং নিয়েছেন ৩৩০টি উইকেট। অর্থাৎ তিনি মাত্র ১৭৬ রানের দূরত্বে দাঁড়িয়ে আছেন টেস্ট ক্রিকেটে ৪০০০ রান ও ৩০০ বা তার বেশি উইকেট নেওয়া অলরাউন্ডারদের এলিট তালিকায় নাম লেখানোর জন্য। তিনি যদি ওভালে এই মাইলফলক স্পর্শ করতে পারেন, তাহলে তিনি হবেন বিশ্বের চতুর্থ অলরাউন্ডার যিনি টেস্টে এই অসাধারণ জোড়া কৃতিত্ব অর্জন করবেন।

আরও পড়ুন সেঞ্চুরি আটকাতে চরম নোংরামি, 'বেহায়া' স্টোকসকে 'অওকাত' দেখিয়ে দিলেন জাডেজা

এলিট লিস্টে কারা আছেন?

ভারতের হয়ে এই কৃতিত্ব আগে কেবল অর্জন করেছিলেন কিংবদন্তি কপিল দেব। তিনি টেস্টে করেছেন ৫২৪৮ রান এবং নিয়েছেন ৪৩৪ উইকেট। ইংল্যান্ডের ইয়ান বথাম আছেন দ্বিতীয় স্থানে, ৫২০০ রান ও ৩৮৩ উইকেট। আর নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেত্তোরি করেছেন ৪৫৩১ রান এবং নিয়েছেন ৩৬২ উইকেট।

আরও পড়ুন সেঞ্চুরি করে বিরল নজির জাডেজার, কিংবদন্তিদের এলিট ক্লাবে তারকা অলরাউন্ডার

এই তালিকায় চতুর্থ সদস্য হিসেবে নাম লেখানোর দোরগোড়ায় রয়েছেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ড সফরে তার ব্যাট দুর্দান্ত কথা বলছে, এখন শুধু শেষ ধাপটা পার করাই বাকি।

ICC Ranking Ravindra Jadeja IND vs ENG