IND vs ENG 5th Test: চরম দুঃসংবাদে ছারখার ইংল্যান্ড শিবির, চোটের কারণে ছিটকে গেলেন সেরার সেরা তারকা

IND vs ENG 5th Test: ভারতের বিরুদ্ধে লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন।

IND vs ENG 5th Test: ভারতের বিরুদ্ধে লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ben Stokes Ruled Out: কাঁধে চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

Ben Stokes Ruled Out: কাঁধে চোটের জন্য ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন বেন স্টোকস

Ben Stokes misses 5th India vs England Test with shoulder injury: ভারতের বিরুদ্ধে লন্ডনের ওভালে পঞ্চম টেস্ট (IND vs ENG) ম্যাচের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের অধিনায়ক এবং সিরিজের অন্যতম সেরা পারফরমার বেন স্টোকস (Ben Stokes) ডান কাঁধের চোটের কারণে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন। বুধবার এক সরকারি বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB) বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisment

সিরিজে এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন স্টোকস। তিনি ১৭টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) তিনি তাঁর টেস্ট কেরিয়ারের সাম্প্রতিক সেঞ্চুরি করেন, যা ছিল গত দুই বছরে তাঁর প্রথম শতরান। টানা দুই টেস্টে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ পুরস্কারও জিতেছেন তিনি। তাঁর অনুপস্থিতি ইংল্যান্ড দলের জন্য বিশাল ক্ষতি বলাই বাহুল্য, বিশেষ করে যখন সিরিজ ২-১ ব্যবধানে ইংল্যান্ড এগিয়ে এবং পঞ্চম টেস্টটি ট্রফি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

আরও পড়ুন ৪ বছর আগের জয়ের নায়কই বাদ! ওভাল টেস্টে কেমন দল নামাচ্ছে টিম ইন্ডিয়া?

Advertisment

ECB জানিয়েছে, স্টোকসের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কেও পঞ্চম টেস্টে পাওয়া যাবে না। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্পিনার লিয়াম ডসন, পেসার জোফ্রা আর্চার এবং ব্রাইডন কার্স। তাঁদের জায়গায় স্কোয়াডে রাখা হয়েছে জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন এবং জশ টঙ্গকে। ওভাল টেস্টে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, আর জ্যাকব বেথেল ছয় নম্বরে ব্যাট করবেন।

ভারতের দিকেও রয়েছে একটি বড় প্রশ্নচিহ্ন। চতুর্থ টেস্টে চোট পাওয়া ঋষভ পন্থের জায়গায় কে সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। চূড়ান্ত একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন ওভাল টেস্টে সেরা অস্ত্রকে ছাড়াই নামছে ভারত, ২৬ বছরের তারকার অভিষেক প্রায় নিশ্চিত

উল্লেখযোগ্য যে, চতুর্থ টেস্টের পর স্টোকস একটি বিতর্কের কেন্দ্রেও ছিলেন। ম্যাচের শেষ দিনে তিনি ভারতের রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ড্র মেনে নিতে আলোচনায় যান, তখন দুই ব্যাটসম্যান সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। কিন্তু ভারতীয় ব্যাটাররা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফলস্বরূপ দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং শেষে হ্যান্ডশেকও এড়িয়ে যান কিছু খেলোয়াড়। এই ঘটনার জন্য স্টোকসের উপর সমালোচনার ঝড় ওঠে।

এখন দেখার বিষয়, ইংল্যান্ড স্টোকসবিহীন দল নিয়ে ওভালের গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ভারত সিরিজ সমতায় আনতে পারে কি না।

আরও পড়ুন কেন ওভালের পিচ কিউরেটরের উপর ফুঁসলেন গম্ভীর, সত্যিটা জানলে রাগ হবে আপনারও

Ben Stokes India vs England IND vs ENG