/indian-express-bangla/media/media_files/2025/08/03/gavaskar-shubman-2025-08-03-15-13-18.jpg)
Gavaskar gifts Shubman Gill: নিজের সবচেয়ে দামি জিনিস শুভমানকে উপহার দিলেন গাভাসকর
Sunil Gavaskar Special gift bag to Shubman Gill: ইংল্যান্ড সফরে (IND vs ENG) এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয় হয়েছে। নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে অসাধারণ দক্ষতা দেখিয়ে সকলের মন জয় করেছেন। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি ৭৫০ রানের বেশি স্কোর করেছেন।
যদিও তিনি এক সিরিজে সর্বাধিক রান করার সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) দীর্ঘদিনের রেকর্ড ভাঙতে পারেননি, তবে তাঁর ধারাবাহিকতা ও পারফরম্যান্স নিঃসন্দেহে অনবদ্য ছিল। এই অনবদ্য প্রচেষ্টার জন্য গাভাসকর তাঁকে ব্যাগ ভর্তি বিশেষ উপহার দিয়েছেন। উপহার পেয়ে খুশিতে আত্মহারা শুভমান গিল।
ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর, ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর শুভমান গিলকে ব্যক্তিগত স্মারকস্বরূপ একটি ব্যাগ উপহার দেন, যার মধ্যে ছিল তাঁর নিজের পরা একটি ‘SG’ লেখা শার্ট এবং একটি সই করা ক্যাপ। গাভাসকর উল্লেখ করেন, ‘SG’ অক্ষরগুলি শুধু শার্টে নয়, তাঁদের দু’জনের নামের আদ্যক্ষরও।
আরও পড়ুন অফিস বড় বালাই! 'রবিবারই ম্যাচ শেষ করুন', আর্জি ভারতীয় ক্রিকেট ফ্যানের
ভিডিও-তে দেখুন শুভমানকে কী উপহার দিলেন গাভাসকর
A wholesome moment between Shubman Gill & Sunil Gavaskar 😍#SonySportsNetwork#ENGvIND#NayaIndia#DhaakadIndia#TeamIndia#ExtraaaInnings | @ShubmanGillpic.twitter.com/2wYhLiMCAR
— Sony Sports Network (@SonySportsNetwk) August 2, 2025
এই সিরিজে গিল ভারতের পক্ষে ১০ ইনিংসে মোট ৭৫৪ রান সংগ্রহ করেন, যা গাভাসকরের ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে করা ৭৭৪ রানের তুলনায় মাত্র ২০ কম। উল্লেখযোগ্যভাবে, গাভাসকর তখন ১৫৪.৮০ গড়ে রান করেছিলেন। গাভাসকর গিলকে বলেন, যদিও তিনি ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি’-তে তাঁর রেকর্ড ভাঙতে পারেননি, তবে এটি “পরবর্তী সিরিজের জন্য একটি লক্ষ্যে পরিণত হতে পারে।”
আরও পড়ুন দুরন্ত যশস্বী, রেকর্ড জাদেজার! রবিবারই ভারতের পকেটে ওভাল টেস্ট?
তিনি বলেন, “তুমি দারুণ খেলেছ। আমি ভেবেছিলাম তুমি আমার রেকর্ড ভেঙে দেবে, সেই ভাবনা থেকেই আমি তোমার জন্য একটি উপহার প্রস্তুত রেখেছিলাম। অন্তত, পরবর্তী সিরিজে তোমার সামনে একটি চ্যালেঞ্জ রইল। এই SG অক্ষরযুক্ত শার্টটি আমার জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন আমি তোমাকে দিচ্ছি। এটা তোমার গায়ে ফিট হবে কিনা জানি না। আর এই অটোগ্রাফ করা ক্যাপ, আমি খুব কম মানুষকেই দিই।”