India vs England: শেষ হল ওভাল টেস্ট ম্য়াচে তৃতীয় দিনের খেলা। দিনের শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ১ উইকেটে ৫০ রান করেছে। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৩৯৬ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল ১১৮ রানের একটি ঝকঝকে ইনিংস খেললেন। নাইট ওয়াচ ম্য়ান আকাশদীপ করেছেন ৬৬ রান। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুজনেই ৫৩ রান করেন। শেষপর্যন্ত ইংল্যান্ডকে তারা জয়ের জন্য ৩৭৩ রানের টার্গেট দিয়েছিল।
ইংল্যান্ডে সামনে জয়ের জন্য আপাতত ৩২৪ রান দরকার। হাতে রয়েছে ৮ উইকেট, কারণ ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না। সঙ্গে রয়েছে ২ দিন সময়। সবমিলিয়ে এই ম্য়াচে দুটো দলের কাছেই যে আপাতত ফিফটি-ফিফটি চান্স রয়েছে, তা বলা যেতে পারে। শোনা যাচ্ছে, চতুর্থ দিন সকালের দিকে লন্ডনের আকাশ কিছুটা হলেও মেঘলা থাকবে। এই পরিস্থিতিতে যদি ভারতীয় পেসাররা সুইংয়ের জ্বলওয়া দেখাতে পারেন, তাহলে ব্রিটিশ ব্যাটাররা যথেষ্ট চাপে পড়বে। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা চারটে করে উইকেট শিকার করেছিলেন। দ্বিতীয় ইনিংসে কেমন পারফরম্য়ান্স করেন, সেটাই আপাতত দেখার।
IND vs ENG 5th Test Timing: বদলে গেল ওভাল টেস্টে তৃতীয় দিনের সময়, কখন থেকে শুরু হবে খেলা?
টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জন্য চলতি ইংল্যান্ড সফরটা দুর্দান্ত কাটছে। অধিকাংশ সময়ই তিনি টিম ইন্ডিয়ার কঠিন পরিস্থিতিতে ব্য়াট করতে নেমেছেন এবং রান করেছেন। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই একই ছবি দেখতে পাওয়া গেল। শনিবার (২ অগাস্ট) রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আরও একটি হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। আর সেইসঙ্গে ভিভিএস লক্ষ্মণের ২৩ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দেন তিনি।
IND vs ENG 5th Test KL Rahul Record: ২২ বছর পর বদলাল ইতিহাস, ওভাল টেস্টে কোন রেকর্ড গড়লেন রাহুল?
লক্ষ্মণের রেকর্ড ভাঙলেন রবীন্দ্র জাদেজা
তৃতীয় দিন রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ব্যাটিংয়ের দৌলতে হাফসেঞ্চুরি করলেন। এই ইনিংসে জাদেজা ৫৩ রান করে আউট হলেন। আর সেইসঙ্গে একটি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার এই তারকা অলরাউন্ডার ছয় নম্বর কিংবা তারও নীচে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করলেন।
IND vs ENG 5th Test: আকাশ দীপ গড়লেন এমন রেকর্ড, গত ২৫ বছরে যা করেছেন মাত্র চার ভারতীয়!
ইতিপূর্বে, এই রেকর্ডটি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্য়াটার ভিভিএস লক্ষ্মণের ঝুলিতে ছিল। ২৩ বছর আগে লক্ষ্মণ ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে ছয় নম্বর কিংবা তারও নীচে ব্যাট করতে নেমে মোট ৪৭২ রান করেছিলেন। এবার এই রেকর্ডটাই জাদেজা নিজের নামে লিখিয়ে নিলেন।
IND vs ENG 5th Test: যশস্বী ঝড়ে উড়ল ইংরেজরা, সেঞ্চুরি করেই ভাগ বসালেন রোহিত-গাভাসকারের রেকর্ডে
চলতি সিরিজে জাদেজার দুর্দান্ত পারফরম্য়ান্স
এবারের ইংল্যান্ড সিরিজে রবীন্দ্র জাদেজা দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টেই তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। ৫ ম্য়াচের ১০ ইনিংসে ব্যাট হাতে জাদেজা ৫০০-র বেশি রান করেছেন। এরমধ্যে তাঁর ব্যাট থেকে চারটে শতরান দেখতে পাওয়া গিয়েছে। এর পাশাপাশি একটি শতরানও রয়েছে। এছাড়া বল হাতে তিনি ৭ উইকেটও শিকার করেছেন। ম্য়ানচেস্টার টেস্টে জাদেজা দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে শতরান করেছিলেন। আর সেকারণেই টিম ইন্ডিয়া ম্যাচটা ড্র করতে পেরেছিল।