Shubman Gill: শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে (IND vs ENG 2nd Test Match) জয়লাভ করেছে। ব্রিটিশদের বিরুদ্ধে ৩৩৬ রানে জয়লাভ করেছে। এই ম্য়াচে শুভমান দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। এই ম্য়াচে তিনিই যে 'হিরো', তা বলা যেতেই পারে। দুই ইনিংসে তিনি কার্যত এগিয়ে এসে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। শুভমান গিল যেদিন থেকে টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে ব্যাট করতে নামছেন, তারপর থেকে তাঁর ব্যাটিং পারফরম্যান্স তরতরিয়ে উর্ধ্বমুখী হতে শুরু করেছে। বর্তমানে তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে। আর রানের বন্যা বইয়ে দিচ্ছেন। টেস্ট ক্রিকেটে ৪ নম্বরে ব্যাটিংই যে শুভমানের ভাগ্য ফিরিয়ে দিয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
প্রথম টেস্ট ম্য়াচে করেছিলেন শতরান
চলতি ইংল্যান্ড সফরে শুভমান গিলের কাঁধে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। অধিনায়ক হওয়ার পর প্রথম টেস্ট ম্য়াচেই তিনি ৪ নম্বরে ব্যাট করতে নামেন। ইতিপূর্বে টিম ইন্ডিয়ার হয়ে শুভমান ৩ নম্বরে ব্যাট করতে নামতেন। প্রথমবার ৪ নম্বরে ব্যাট করতে নেমেই গিল শতরান হাঁকান। ১৪৭ রানের একটা ঝকঝকে ইনিংস তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হেরে গেলেও শুভমানের ব্যাটিং সর্বত্র প্রশংসিত হয়েছিল।
IND vs ENG: তৃতীয় টেস্টেই ফিরছেন রোহিত-বিরাট? আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা
দ্বিতীয় টেস্ট ম্য়াচে খেলেন ২৬৯ রানের ইনিংস
এরপর এল দ্বিতীয় টেস্ট ম্য়াচের পালা। এই ম্য়াচে ইংরেজ বোলারদের কার্যত কচুকাটা করলেন শুভমান গিল। টিম ইন্ডিয়ার সামনে তিনি কার্যত দেওয়ার হয়ে দাঁড়িয়ে থাকেন। দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে শুভমান ৪ নম্বরে ব্যাট করতে নামেন এবং ২৬৯ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৩০ চার এবং ৩ ছক্কা দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ইনিংসেও তিনি দুর্দান্ত ব্যাটিং করলেন। গিল ১৬১ রানে আউট হলেন। আর এভাবেই তিনি এজবাস্টন টেস্ট ম্যাচে মোট ৪৩০ রান করেন। আর সেইসঙ্গে টেস্ট ক্রিকেটে এক ম্য়াচে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেন। দ্বিতীয় টেস্ট ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্সের জন্য তাঁর হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়।
IND vs ENG Shubman Gill: এজবাস্টনে জিতেও খুশি নন শুভমান, এর পিছনে কারণটা জানেন?
৪ নম্বরে ব্যাট করতে নেমে জোড়া ম্য়াচেই করে ফেলেছেন ৫০০-র বেশি রান
শুভমান গিল যেদিন থেকে ৪ নম্বরে ব্যাট করতে নেমেছেন, সেদিন থেকেই কার্যত তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। টেস্ট ক্রিকেটে শুভমান এখনও পর্যন্ত ২ ম্য়াচেই চার নম্বরে ব্যাট করতে নেমেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৫৮৫ রান বেরিয়ে এসেছে। এরমধ্যে তিনটে শতরান রয়েছে। বর্তমানে ৪ নম্বরে ব্যাট করতে নেমে যেভাবে তিনি বিধ্বংসী মেজাজে পারফরম্য়ান্স করছেন, আগে অন্য কোনও পজিশনে এই পারফরম্য়ান্স দেখাতে পারেননি।