ind vs eng 5th test, KL Rahul, Jasprit Bumrah : দ্বিতীয় সারির দল নিয়ে চমক দিয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে ঘরের মাঠে পর্যুদস্ত করে ভারত এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ভারত সিরিজের শেষ ম্যাচে নামবে ধর্মশালায়। চতুর্থ এবং পঞ্চম টেস্টের মধ্যে নয় দিনের ব্যবধান। ২ তারিখ থেকে টিম ইন্ডিয়ার সমস্ত সদস্যদের চণ্ডীগড়ে মিলিত হওয়ার কথা জানিয়ে দিয়েছে। চন্ডীগড় থেকেই ভারতীয় দল ধর্মশালার উদ্দেশ্যে রওনা দেবে চার্টার্ড প্লেনে।
সিরিজের ফয়সালা আগেই হয়েই গিয়েছে। এমন অবস্থায় আরও নতুন মুখকে সুযোগ দেওয়ার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া। এমনিতেই গোটা সিরিজ জুড়ে ভারত দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে বাধ্য হয়েছে। বিরাট কোহলি, মহম্মদ শামি গোটা সিরিজেও নেই। কেএল রাহুল দ্বিতীয় টেস্টের পরেই বাইরে চলে গিয়েছেন। রবীন্দ্র জাদেজা তৃতীয় টেস্টে খেলেননি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরাজ-বুমরাকেও বেছে বেছে ম্যাচ খেলানো হচ্ছে।
সরফরাজ খান, রজত পাতিদার, আকাশ দীপ, ধ্রুব জুরেলদের মত চারজনের অভিষেক ঘটেছে টিম ইন্ডিয়া জার্সিতে। শুভমান গিল, মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালদের মত কিছুদিন আগে টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ার বিষয়টি বিবেচনা করলে ভারত একদম তরুণ তুর্কিদের ওপর আস্থা রেখেই বাজবলের গর্ব ফুটো করে দিয়েছে।
আরও পড়ুন- নেতৃত্ব থেকে ধাক্কা খাওয়ার পর ছেড়ে দিলেন দল-ই! টিম ইন্ডিয়ার ‘বাতিল’ তারকা বোমা ফাটালেন প্রকাশ্যে
এমন অবস্থায় পঞ্চম টেস্টে আরও রদবদলের পথে হাঁটতে পারে ভারত। প্ৰথমে ভাবা হয়েছিল কোয়াড্রিসেপস মাসলে চোট পাওয়া কেএল রাহুল জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন পঞ্চম টেস্টে। তবে সেই সম্ভবনা ভীষণই কম। রাজকোট টেস্টের আগেই বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছিল ৯০ শতাংশ ফিট রাহুল। তারপরেও রাজকোট তো বটেই রাঁচিতেও প্ৰথম একাদশে দেখা যায়নি কেএলকে। জানা যাচ্ছে, টেস্ট তো বটেই ওয়ানডেতেও কেএল রাহুল দলের স্তম্ভ হওয়ার কারণে মাঠে ফেরানোর বিষয়ে রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করার পক্ষপাতী নন বিসিসিআই। চোট পাওয়ার পর রাহুল এনসিএ-তেই ছিলেন। জানা যাচ্ছে, পঞ্চম টেস্টেও তাঁকে পাওয়া যাবে না। লন্ডনে নাকি চিকিৎসার জন্য উড়ে গিয়েছেন তারকা।
রাহুল না খেললেও বুমরাকে সম্ভবত ফেরানো হতে পারে। বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে রেস্ট দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে ৭ মার্চ থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্টে ধর্মশালার পেস সহায়ক পিচে প্রত্যাবর্তন ঘটছে তারকার। এমনটাই জানা যাচ্ছে। টিম ম্যানেজমেন্ট আপাতত টানা চার টেস্টেই খেলেছেন এমন তারকাদের বিশ্রাম দেওয়ার পথে হাঁটতে চলেছে। সামনেই আইপিএল, তারপর টি২০ বিশ্বকাপ। রোহিত শর্মা, শুভমান গিল নাকি রবিচন্দ্রন অশ্বিন- কাকে বিশ্রাম দেবে টিম ইন্ডিয়া, সেটাই আপাতত দেখার।