Weather Forecast: ঝেঁপে বৃষ্টি হচ্ছে কলকাতায়, কেমন থাকবে লন্ডনের ওয়েদার? জেনে নিন তৃতীয় টেস্ট ম্য়াচের ওয়েদার রিপোর্ট

IND vs ENG 3rd Test 2025: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। এই ম্য়াচে কেমন থাকবে ওয়েদারের হাল-হকিকত, আসুন জেনে নেওয়া যাক।

IND vs ENG 3rd Test 2025: ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হবে। এই ম্য়াচে কেমন থাকবে ওয়েদারের হাল-হকিকত, আসুন জেনে নেওয়া যাক।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather Update

কলকাতা বৃষ্টিতে ভেসে গেলেও লন্ডনে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই

IND vs ENG 3rd Test Match: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই সিরিজের প্রথম দুটো ম্য়াচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্য়াচ ইংল্যান্ড জিতলেও, দ্বিতীয় ম্য়াচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। আপাতত এই সিরিজ ১-১ ব্যবধানে দাঁড়িয়ে রয়েছে। এবার আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) থেকে চলতি সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচ আয়োজন করা হবে। ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে আয়োজিত এই ম্য়াচটি লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে (Lord's Cricket Ground) আয়োজন করা হচ্ছে। এই পরিস্থিতিতে লন্ডনের ওয়েদার (Weather Update) কেমন থাকবে, আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।

Advertisment

তৃতীয় টেস্ট ম্য়াচের পাঁচ দিন কেমন থাকবে ওয়েদার?

প্রথম দিন - অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, লর্ডসে প্রথম দিন আকাশ একেবারে ঝকঝকে থাকবে। প্রথম দিন গরম অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

Advertisment

দ্বিতীয় দিন - তৃতীয় টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনও যথেষ্টই গরম থাকবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। মাত্র এক শতাংশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তৃতীয় দিন - ম্যাচের তৃতীয় দিন রোদের পাশাপাশি আকাশে কালো মেঘের আনাগোনাও দেখতে পাওয়া যাবে। তৃতীয় দিনও যথেষ্ট গরম থাকবে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?

চতুর্থ দিন - তৃতীয় ম্য়াচের চতুর্থ দিনও যথেষ্ট গরম থাকবে। আকাশে সামান্য কালো মেঘ জমতে পারে। দিনের সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

পঞ্চম দিন - ম্যাচের পঞ্চম তথা অন্তিম দিনও বাকি দিনগুলোর মতো গরমের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। এই দিনও সর্বাধিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

IND vs ENG: এজবাস্টনের পর কি লর্ডসেও খেলবেন না বুমরাহ? এক শব্দেই সোজাসাপটা উত্তর শুভমান গিলের

শেষবার লর্ডস টেস্টে জয়লাভ করেছিল ভারত

২০২১ সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে শেষবার লর্ডস টেস্ট আয়োজন করা হয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে একেবারে ল্যাজেগোবরে করে দিয়েছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ১৫১ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল। কায়েম করেছিল ইতিহাস।

weather update Indian Cricket Team India vs England IND vs ENG 3rd Test Match Lord's Cricket Ground