New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/07/shubman-gill-jasprit-bumrah-2025-07-07-18-34-16.jpg)
Shubman Gill-Jasprit Bumrah: ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হতে চলা তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ কি খেলবেন?
IND vs ENG 3rd Test Lords: ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হতে চলা তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ কি খেলবেন? লাখ টাকার প্রশ্ন এখন এটাই। বুমরাহকে দেখতে পাওয়া যাবে কি না প্রশ্ন করা হলে গিল সোজাসাপ্টা আর আত্মবিশ্বাসী জবাব দেন
Shubman Gill-Jasprit Bumrah: ১০ জুলাই থেকে লর্ডসে শুরু হতে চলা তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ কি খেলবেন?
India vs England 3rd Test Playing Eleven: অ্যান্ডারসন-তেন্ডুলকর (Anderson-Tendulkar Trophy) সিরিজের প্রথম ম্যাচে হারের পর ভারতীয় দলের উপর অনেক প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচে (IND vs ENG 2nd Test Match) জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) খেলানোর জন্য প্রচণ্ড চাপ ছিল। সেই সঙ্গে প্লেয়িং ইলেভেনে কুলদীপ যাদবকে না রাখারও সমালোচনা হয়েছিল। তবে কথায় আছে না, শেষ ভাল যার, সব ভাল তার। ভারত ৩৩৬ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে।
১০ জুলাই থেকে লর্ডসে শুরু হতে চলা তৃতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ কি খেলবেন? লাখ টাকার প্রশ্ন এখন এটাই। বুমরাহকে দেখতে পাওয়া যাবে কি না প্রশ্ন করা হলে গিল (Shubman Gill) সোজাসাপ্টা আর আত্মবিশ্বাসী জবাব দেন, ‘নিশ্চয়ই’…!
আরও পড়ুন ধুলোয় মিশল সব মান-ইজ্জত! টিম ইন্ডিয়ার জয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক' পাকিস্তানে
৬০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে ইংল্যান্ড পঞ্চম তথা শেষ দিনে এক সেশনেরও বেশি বাকি থাকতেই ২৭১ রানে অলআউট হয়ে যায়। আকাশদীপ পুরো ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে বাজিমাত করেন। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দরও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এর আগে শুভমান গিল রানের পাহাড় গড়ে নিজের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিয়েছেন। প্রথম ইনিংসে তিনি ২৬৯ আর দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন।
আরও পড়ুন কাটতে চলেছে শনির দশা, এই বিশেষ সংখ্যাই ভাগ্য ফেরাচ্ছে শুভমানের
প্রথম টেস্টে পাঁচ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের বড় হারের ধাক্কায় ইংল্যান্ড শিবিরে শ্মশানের নীরবতা। দ্বিতীয় টেস্টে একাদশে কোনও পরিবর্তন না আনলেও এবার তৃতীয় টেস্টের দলে গাস অ্যাটকিনসনকে নিচ্ছে ইংল্যান্ড।
বেন স্টোকস (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জশ টাং, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, ওলি পোপ, জেমি স্মিথ ও ক্রিস ওকস।
আরও পড়ুন বার্মিংহামে লজ্জার হার, মান-সম্মান খুইয়ে কার ঘাড়ে দোষ চাপালেন স্টোকস?