Advertisment

Sarfaraz-Jadeja: জাদেজার জন্যই স্বপ্নের মৃত্যু, সেই 'ভিলেন'কেই ধন্যবাদ! অভিষেকেই মন জিতলেন সরফরাজ

Sarfaraz Khan half-century: মাঠ-মাঠের বাইরে, দু-জায়গাতেই হৃদয় জিতলেন সরফরাজ। জাদেজার ভুল কলেই বৃহস্পতিবার রান আউট হয়েছেন সরফরাজ। এনিয়ে ভারতীয় ড্রেসিংরুমেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sarafaraz Khan, Sarfaraz Khan fifty on debut, Sarfaraz Khan Ravindra Jadeja run out

Sarfaraz Khan on Ravindra Jadeja: জাদেজাকে ধন্যবাদই দিলেন সরফরাজ (টুইটার)

India vs England Rajkot test: যে রবীন্দ্র জাদেজার জন্য বৃহস্পতিবার তাঁর স্বপ্নের মৃত্যু, সেই 'ভিলেন'কেই ধন্যবাদ জানালেন ভারতীয় দলের মিডল অর্ডারের ব্যাটার সরফরাজ খান! আর, এভাবে অভিষেক টেস্ট ম্যাচে এবং মাঠের বাইরেও বৃহস্পতিবার সকলের মন জিতে নিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের এই নয়া তারকা।

Advertisment

জীবনের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক ইনিংসে করা দুর্দান্ত অর্ধশতক এদিন তিনি নিজের বাবাকে উৎসর্গ করলেন। ঘরোয়া ক্রিকেটের 'রান মেশিন' সরফরাজ দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু, দীর্ঘদিন ধরে তাঁর প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেটের নির্বাচকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার অভিষেক টেস্ট ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে সেসবের জবাব দেন এই তারকা ব্যাটার। দেখে মনেই হচ্ছিল না, এটা তাঁর অভিষেক টেস্ট। ব্যাট করছিলেন রীতিমতো একদিনের ক্রিকেটের মেজাজে। হাফসেঞ্চুরি করেন মাত্র ৪৮ বলে। ভারতীয়দের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি করার নজির গড়ে অভিষেক টেস্টের অভিষেক ইনিংসেই সরফরাজ ধরে ফেলেন হার্দিক পান্ডিয়াকে।

সরফরাজ আউট হওয়ায় বৃহস্পতিবার রীতিমতো হাঁফ ছেড়ে বাঁচে ইংল্যান্ড শিবির। সেটা প্রকাশ পেয়েছে প্রথম দিনের ম্যাচ শেষে ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় তথা কোচ পল ডেভিড কলিংউডের প্রতিক্রিয়ায়। তিনি বলেন, ‘সরফরাজ যেভাবে খেলেছেন, অভিষেক ম্যাচে অমন খেলতে সাহসের দরকার। বেন স্টোকস চেষ্টার ত্রুটি করেননি। ওঁর জন্য সমস্ত ধরনের আক্রমণাত্মক ফিল্ডিংও সাজিয়েছিলেন। কিন্তু, কোনও লাভ হয়নি।’

আরও পড়ুন- আমার জন্যই আউট হয়েছে সরফরাজ! দিন শেষেই ক্ষমা চেয়ে ভেঙে পড়লেন জাদেজা

আর, যাঁকে নিয়ে এত কথা। সেই সরফরাজ কিন্তু অভিষেক টেস্ট ম্যাচে এত ভালো খেলেও নিরুত্তাপ। প্রতিক্রিয়া দিতে সরফরাজ বললেন, 'আমি স্পিনারদের খুব ভালোই খেলি। ফিল্ডাররা সব ঠিকঠাকই ছিলেন। আমি অনেকদিন ধরেই এই কাজটা করে আসছি। প্রথমে একটু নার্ভাস লাগছিল। কিন্তু, তারপর যখন নিজের ছন্দে ফিরলাম, জানতাম রান আসবে।' তাঁর বাবার দীর্ঘদিন ধরেই স্বপ্ন ছিল, দুই ছেলে দেশের হয়ে খেলবেন। দীনেশ কার্তিকের মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের দাবি, সরফরাজের পাঁচ বছর আগেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর কথা। সেদিক থেকে তিনি বঞ্চনার শিকার।

আরও পড়ুন- সরফরাজ আউট হতেই ফুঁসলেন রোহিত, ছুঁড়লেন টুপি! ভারতের ড্রেসিংরুমে চূড়ান্ত কলহ, দেখুন ভিডিও

কথাটা যে মিথ্যে নয়, মানছেন সরফরাজ নিজেও। বৃহস্পতিবার ম্যাচে রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা বড় পার্টনারশিপ গড়ে তোলেন। তাঁর জন্য মিডল অর্ডারের সরফরাজের মাঠে নামতে দেরি হয়। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটের বৃহস্পতিবারের তারকা বলেন, 'আজ আমি সাড়ে চার ঘণ্টার জন্য প্যাড পরে বসেছিলাম। নিজেকে বোঝাচ্ছিলাম, এত বছর ধরে যখন অপেক্ষা করলাম, আরও একটু ধৈর্য ধরি।'

আরও পড়ুন- সরফরাজকে রান আউটে ভিলেন জাদেজা! অভিষেকের স্বপ্নের ইনিংস খতম চরমতম ভুলে, দেখুন ভিডিও

আর, এই সবকিছুই সম্ভব হয়েছে তাঁর বাবার আগ্রহে। সেই কারণে তাঁর বাবাকেই প্রথম অর্ধশতক উৎসর্গ করেছেন সরফরাজ। তিনি বলেন, 'আমার বাবা আমার আর আমার ভাইয়ের জন্য অনেক করেছেন। এটা সেই জন্য আমার কাছে গর্বের মুহূর্ত। আমার বাবার সব চেষ্টা আজ পূর্ণ হল। বাবা আমাকে টেস্ট ম্যাচ খেলতে দেখে খুব খুশি হয়েছে। আমার স্ত্রীও খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমি ওঁদের জন্য এটুকু করতে পেরে খুশি।'

আরও পড়ুন- শাস্ত্রীর মুখে ঝামা ঘষলেন জাদেজা, জবাব দিলেন দুর্ধর্ষ শতরানে

তাঁর আউট হওয়ার জন্য গোটা ক্রিকেট দুনিয়া দোষী সাব্যস্ত করেছে রবীন্দ্র জাদেজাকে। জাদেজার ভুল কলেই বৃহস্পতিবার রান আউট হয়েছেন সরফরাজ। এনিয়ে ভারতীয় ড্রেসিংরুমেও রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে অধিনায়ক রোহিত শর্মাকে। সরফরাজ কিন্তু, দিনের শেষে জাদেজার বিরুদ্ধে কোনও ক্ষোভ দেখালেন না। উলটে বললেন, 'খেলার মধ্যে জাদ্দু ভাই আমার সঙ্গে কথা বলছিল। কখনও বলছিল, অপেক্ষা কর। কখনও বলছিল, এবার তোমার সময়, না-ও খেল। ওঁর সঙ্গে কথা বলেই আমার নার্ভাসনেস কেটেছে। সেই প্রথম আমি বল সুইপ করার চেষ্টা করলাম। আর, রান আউটের মত ঘটনা? এটা ক্রিকেট, এরকম হয়।'

Ravindra Jadeja Test cricket Indian Cricket Team Indian Team England Cricket Team Sarfaraz Khan
Advertisment