India vs England: ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্য়াচ শুরু হল। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের (IND vs ENG 2nd Test Match) আয়োজন করা হয়েছে। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্ট ম্য়াচেও ইংল্য়ান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৬৭ সালের পর থেকে টিম ইন্ডিয়া (Team India) এই মাঠে একটাও টেস্ট ম্য়াচ জিততে পারেনি। এই পরিস্থিতিতে শুভমান গিল (Shubman Gill) কীভাবে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রথম একাদশ সাজান, সেদিকেই সকলের নজর ছিল।
দ্বিতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিনটে পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। এছাড়া জসপ্রীত বুমরাহের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আকাশ দীপকে। টস হারার পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল বললেন, 'টস জিতলে আমিও প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিতাম। এই ম্য়াচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্য়াচে কেন খেলানো হল না বুমরাহকে? চোট না অন্য কোনও কারণ? জবাবে শুভমান বললেন, 'তৃতীয় ম্য়াচটা লর্ডসে আয়োজন করা হবে। আশা করছি, ওখানকার উইকেটে আরও বেশি বৈচিত্র্য দেখতে পাওয়া যাবে। সেকারণে লর্ডসের জন্যই বুমরাহকে তুলে রাখা হয়েছে।'
IND vs ENG 2nd Test Live Streaming: কোথায় কখন কীভাবে ফ্রি'তে দেখবেন ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট? জেনে নিন ঝটপট
পাশাপাশি এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাননি কুলদীপ যাদবও। আশা করা হয়েছিল, রবীন্দ্র জাদেজার জায়গায় হয়ত কুলদীপকে সুযোগ দেওয়া হতে পারে। কারণ গত ম্য়াচে জাদেজা মাত্র একটাই উইকেট শিকার করেছিলেন। ব্যাট হাতেও সেভাবে নজর কাড়তে পারেননি। কিন্তু, দ্বিতীয় টেস্ট ম্য়াচে জাদেজা সুযোগ পেলেও, কুলদীপকে রিজার্ভ বেঞ্চেই বসতে হল।
IND vs ENG 2nd Test Record: ১৯৬৭ সাল থেকে কাটেনি খরা, বার্মিংহামে একটাও ম্য়াচ জিততে পারেনি ভারত! এবার কি ঘুরবে ভাগ্যের চাকা?
এই প্রসঙ্গে শুভমান বললেন, 'কুলদীপকে খেলানোর ব্যাপারে আমরা যথেষ্টই আগ্রহী ছিলাম। কিন্তু, গত ম্য়াচের কথা মাথায় রেখে আমরা এই দলে ব্যাটিং গভীরতা আরও খানিকটা বাড়াতে চেয়েছি। এই বছরটা আপাতত বেশ ঝঞ্ঝার মধ্যে দিয়ে এগোচ্ছে। বেশ কয়েকটা দল জিততে পারেনি, আবার কয়েকটা দল জিতেওছে। এই পরিস্থিতিতে আমরা প্রথম একাদশে পরিবর্তন করে ভাগ্যের চাকা (এজবাস্টনে) ঘোরাতে পারি কি না, সেটারই অপেক্ষা করছি।'
IND vs ENG 2nd Test: দ্বিতীয় টেস্টে ভয়ঙ্কর স্ট্র্যাটেজি গিল-গম্ভীরের, ২ ম্যাচ উইনার বোলারকে ছাড়াই নামবে টিম ইন্ডিয়া?
একনজরে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ:
যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।
IND vs ENG 2nd Test Bomb Threat: ভয়ঙ্কর নাশকতার ছক! টিম ইন্ডিয়ার হোটেলের বাইরে 'বোমাতঙ্ক'?
এবার ইংল্যান্ডের প্রথম একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জস টাং, শোয়েব বশীর।