Advertisment

ক্যাচ ধরতে হবে একহাতে! নয়া চ্যালেঞ্জ সামলে সিরিজ জয়ের ম্যাচে কোহলিরা

সিরিজ জয়ের ম্যাচে নামার আগেই ভারতের অনুশীলনে এবার দেখা গেল অভিনব চিত্র। বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করা হয়। জাতীয় দলের অনুশীলনের সেই ভিডিওতেই এবার অভিনব চিত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
team india

অনুশীলনে ভারতীয় দল (বিসিসিআই টুইটার)

অকল্যান্ডের ইডেন পার্কে জোড়া ম্যাচ জিতে সিরিজে ভারত ২-০ এগিয়ে গিয়েছে। মঙ্গলবার হ্যামিল্টনের সেডান পার্কে ভারত জিতলেই সিরিজ দখল করে নেবে। দুই ম্যাচেই ব্যাটে দলকে ভরসা জুগিয়েছেন দুই তরুণ তুর্কি লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার। প্রথম ম্য়াচে বোলিংয়ের ভুল ত্রুটি শুধরে নিয়ে ফর্মে ফিরেছেন শামি-বুমরারাও।

Advertisment

হ্যামিল্টনের সেডান পার্কে এবার মঙ্গলবার জিতলেই জোড়া প্রতিশোধ নেবেন কোহলিরা। ২০০৮-০৯ এ ধোনির ভারতকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল কিউয়িরা। গত বছর তিন ম্যাচের সিরিজে আবার কোহলিদের ২-১ এ হারতে হয়েছিল।

আরও পড়ুন আইপিএলে একই দলে ধোনি, কোহলি, রোহিত! বড় খবর মুম্বইয়ে

সিরিজ জয়ের ম্যাচে নামার আগেই ভারতের অনুশীলনে এবার দেখা গেল অভিনব চিত্র। বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করা হয়। জাতীয় দলের অনুশীলনের সেই ভিডিওতেই এবার অভিনব চিত্র।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটাররা একে অন্যের দিকে একহাতে বল ছুঁড়ে দিচ্ছেন। বল ক্যাচ করতে হচ্ছে একটি মাত্র হাত ব্যবহার করেই। মাঝখানে কোহলি সহ বেশ কিছু ক্রিকেটার সেই উড়ে যাওয়া বল দখল করার জন্য ঝাঁপাচ্ছেন। জানা গিয়েছে, অভিনব এই অনুশীলনের পোশাকি নাম 'ওয়ান হ্যান্ড ক্যাচিং ড্রিল'। বিসিসিআই এই ভিডিও পোস্ট করেই ক্যাপশনে লিখেছে, ভারতের অনুশীলনের নতুন ট্রেনিং ড্রিল।

আরও পড়ুন টিম ইন্ডিয়ার দুই তারকাকে বিয়ে! এই মহিলাকে নিয়ে এখনও অস্বস্তি জাতীয় দলে

যাইহোক, তৃতীয় ম্যাচ খেলতে নামার আগে দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর প্রশংসা করেছেন শ্রেয়স আইয়ারের। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "তরুণ ক্রিকেটার শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুলকে দেখার পরে আমার কোনও সন্দেহ নেই ওরা দু-জনেই ম্যাচ উইনার। ওরা সুযোগ পেয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ওরা কী করার ক্ষমতা রাখে।"

এর সঙ্গে রাঠৌরের সংযোজন, "শ্রেয়সের ব্যাটিং স্কিল তো বটেই, ওর মানসিকভাবেও যথেষ্ট শক্তিশালী। ও যে বড় ক্রিকেটার সেই বিশ্বাসটা ওর মধ্যে রয়েছে। ও বিশ্বাস করে ও ম্যাচ উইনার এবং দেশের ক্রিকেটে বহুদিন খেলবে। এই মানসিকতাই ওকে সাহায্য করছে।"

Read the full article in ENGLISH

BCCI New Zealand
Advertisment