Team India Playing 11 Prediction Against New Zealand in 3rd Test: শুক্রবার (১ নভেম্বর) থেকে মুম্বইয়ে তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ এডানোর চেষ্টা চালাবে টিম ইন্ডিয়া। ভারত ২০১২ সালের পর তাদের প্রথম হোম সিরিজ হেরেছে। এই পরিস্থিতিতে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে টিম ইন্ডিয়ায় বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচ ভারতের কাছে আরও একটা কারণে গুরুত্বপূর্ণ। তা হল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)। যার ফাইনালে ওঠার দৌড়ে পয়েন্ট বাড়াতে হলে এই টেস্ট এবং অস্ট্রেলিয়ায় সিরিজে পাঁচটি ম্যাচই ভারতকে জিততে হবে।
এই পরিস্থিতিতে জসপ্রিত বুমরাকে টানা চারটি টেস্ট খেলার পর বিশ্রাম দেওয়া হতে পারে। কারণ, অস্ট্রেলিয়ার বড় সফরের আগে তাঁকে শারীরিক ধকল সামলাতে হবে। বুমরা নিউজিল্যান্ড সিরিজে বিরাট দাগ কাটতে পারেননি। এই সিরিজের শেষ ম্যাচ না খেলতে হলে বছর ৩০-এর বুমরা আগামী প্রায় একমাস বিশ্রাম পাবেন। মহাম্মদ সিরাজ পুনে টেস্ট-এ রিজার্ভ বেঞ্চে ছিলেন। তিনি প্রথম একাদশে ফিরতে পারেন। আকাশ দীপও হয়তো থাকবেন প্রথম দলেই।
দ্বিতীয় টেস্ট ম্যাচে রোহিত শর্মা এবং গৌতম গম্ভীরের কৌশল মাস্টারস্ট্রোকে পরিণত হয়েছে। ওয়াশিংটন সুন্দর সম্ভবত দলে জায়গা পাচ্ছেন। তাই অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদব হয়তো বাদ পড়তে চলেছেন। এই অবস্থায় মুম্বইয়ের লাল মাটির পিচ, অফ স্পিনার সুন্দরের ভেলকি দেখতে প্রস্তুতি নিচ্ছে।
ঋষভ পন্থ বেঙ্গালুরু টেস্টে হাঁটুর আঘাতের জন্য সমস্যায় পড়েছিলেন। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়া সিরিজে পন্থ নিশ্চিতভাবে ভারতীয় দলের অন্যতম ভরসা। সেই জন্যও বছর ২৭-এর ঋষভকে দলে দরকার। তাঁর জায়গায় উইকেট সামলেছেন ধ্রুব জুরেল। তৃতীয় টেস্ট-এ পন্থ দলে ফিরতে পারেন। দলে ফিরতে পারেন এই সিরিজে সেঞ্চুরি করা সরফরাজ খান। বাদ পড়তে পারেন কেএল রাহুল। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও ব্যাটে এবং বলে তৃতীয় ম্যাচে সাফল্য টানতে পারেন কি না, সেদিকে তাকিয়ে ওয়াংখেড়ে।
আরও পড়ুন- IPL মেগা নিলামের আগেই কোটি কোটি টাকার রিটেনশন! ফ্রিতেই দেখা যাবে তারকাদের ভবিষ্যৎ, জানুন
একনজরে ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।