Team India predicted playing XI for 2nd test vs New Zealand: শুভমান গিল ইন, কেএল রাহুল আউট, সরফরাজ নেই? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট-এ ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট-এ নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হেরেছে ভারত। দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুনেতে শুরু হবে। সিরিজে হার বাঁচাতে ভারতকে দ্বিতীয় টেস্ট ন্যূনতম ড্র করতেই হবে। সেটা জেনেই দ্বিতীয় টেস্ট-এ ভারত একাদশে কিছু পরিবর্তন করতে মরিয়া। আর, সেই কারণেই জল্পনা তৈরি হয়েছে, দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে, সে নিয়ে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে প্রথম টেস্ট-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। সিরিজ জিততে গেলে ভারতকে পরের দুটো টেস্ট জিততেই হবে। তবে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের লড়াই দেখে ভারতের পক্ষে সেটা আদৌ সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে শুরু হবে। দ্বিতীয় টেস্ট-এ কম্বিনেশনে বেশ কিছু পরিবর্তন আনতে মরিয়া টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: WTC ফাইনাল খেলবে টাইগাররা! বাংলাদেশের নতুন হেড কোচ হয়েই বড় ঘোষণা সিমন্সের
ইতিমধ্যে শুভমান গিলকে নিয়ে দল দুশ্চিন্তায় পড়েছে। শুভমানের ঘাড়ের সমস্যা দেখা গিয়েছে। ঘাড় শক্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ। এই সমস্যার জন্য শুভমান প্রথম টেস্ট খেলতে পারেননি। সরফরাজ প্রথম টেস্টে গিলের জায়গায় খেলেছেন। তিনি প্রথম ইনিংসে কিছু করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেছেন। এই পরিস্থিতিতে রোহিত শর্মা সরফরাজকে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদও দিতে পারবেন না। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন কেএল রাহুল। রাহুল প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে করেন ১২ রান।
ঋষভ পন্থ ভালো খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ৯৯ করেছেন। কিন্তু হাঁটুতে চোট পাওয়ায় ভারতের হয়ে উইকেটকিপিং করেছেন ধ্রুব জুরেল। এই কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে পন্থের ফিটনেস নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়া। ভারত চাইবে দ্বিতীয় টেস্ট-এর আগেই যেন পন্থ ১০০ শতাংশ ফিট হয়ে যান। তা না হলে, গিল পন্থের জায়গায় খেলতে পারেন। সরফরাজ খান বা কেএল রাহুল সেক্ষেত্রে কিপিং করবেন।
সেরা ফর্মে না থাকা মহম্মদ সিরাজকে নিয়েও অনেক কথা হচ্ছে। শামির অভাব, সিরাজের প্রত্যাশা অনুযায়ী ফর্মে না থাকা, বুমরার ওপর চাপ বাড়িয়েছে। সেই জন্য দ্বিতীয় টেস্ট-এ সিরাজের জায়গায় আকাশ দীপের দলে ঢোকার সম্ভাবনা আছে। ম্যাচ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনে মাঠে হবে। সেখানকার পিচের আচরণ পরিবর্তনশীল। তাতে, কুলদীপ যাদবের জায়গায় আকাশ দীপের দলে ঢোকার সম্ভাবনা আছে। তেমনটা হলে, টিম ইন্ডিয়া তিন সিমার নিয়ে খেলবে।
আরও পড়ুন- প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে মুখ ফস্কে বিস্ফোরক টাইগার শান্ত
দ্বিতীয় টেস্ট-এ ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ আকাশ দীপ, জসপ্রিত বুমরা