/indian-express-bangla/media/media_files/2025/09/12/abhishek-sharma-2025-09-12-17-58-15.jpg)
টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা
India vs Pakistan: আগামী ১৪ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) চলতি এশিয়া কাপের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে। তবে টিম ইন্ডিয়ার একজন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যে পাকিস্তানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর সেই ভীতির পরিমাণ এতটাই বেশি যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের চোখে-মুখেও সেই ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্রিকেটার আর কেউ নন, আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma)। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তিনি মাত্র ৩০ রান করলেও, পাকিস্তান ইতিমধ্যে ভয়ঙ্কর বিপর্যয়ের আঁচ করতে শুরু করেছে।
অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট অধিনায়কের মন্তব্য
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল পিটিভি স্পোর্টসে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচের বিশ্লেষণ করা হচ্ছিল। সেই সময় পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকের কাছে অভিষেক শর্মার ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়। তখন শোয়েব বলেন, 'এই ক্রিকেটারের পরিসংখ্যান একবার দেখুন। হতে পারে এখনও পর্যন্ত মাত্র ১৮ টি-২০ ম্যাচই খেলেছে। কিন্তু, ২ শতরানের পাশাপাশি জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছে। যদি ওর স্ট্রাইক রেটের দিকে তাকান, তাহলে সেটাও ১৯৩-র আশপাশে রয়েছে। আমি বলছি না যে পাকিস্তানের ক্রিকেটাররা এমন পারফরম্য়ান্স করতে পারে না। কিন্তু, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের স্পষ্ট অভাব রয়েছে। ২ ম্য়াচ পর খেলার সুযোগ পাবে কি না, সেটাই ওরা জানে না। এভাবে কখনও ক্রিকেটার তৈরি করা যায় না।'
'আমাদের ক্রিকেটারদের মনে বাদ পড়ার ভয় রয়েছে'
শোয়েব মালিক তাঁর বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও কড়া সমালোচনা করেছেন। তাঁর কথায়, 'আমাদের সিস্টেমই ঠিকঠাক নয়। পুরনো ক্রিকেটারদের থেকে সেরা পারফরম্য়ান্স বের করতে পারে না। পাশাপাশি কোনও ক্রিকেটারকে আগাম কিছু না বলেই আচমকা দল থেকে বাদ দেওয়া হয়। এভাবে কখনও কোনও ক্রিকেটার তৈরি করা সম্ভব নয়। পাকিস্তানি ক্রিকেটারদের শুধুমাত্র ২২ গজে বিপক্ষ দলের বিরুদ্ধেই লড়াই করলে চলে না। মানসিকভাবেও তাঁদের সবসময় লড়াই করতে হয়। কারণ দল থেকে ছিটকে যাওয়ার ভয় চোখে-মুখে স্পষ্ট দেখতে পাওয়া যায়।'