IND vs PAK Match: শহিদদের পরিবারকে কী জবাব দেবেন? ভারত-পাক ম্যাচ নিয়ে সংসদে গর্জে উঠলেন মুসলিম নেতা

Owaisi on IND vs PAK Match: Asia Cup 2025-এর সময়সূচি ও ম্যাচ ফিক্সচার প্রকাশ হতেই বিসিসিআই (BCCI) প্রবল সমালোচনার মুখে পড়েছে। কারণ, আরও একবার ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।

Owaisi on IND vs PAK Match: Asia Cup 2025-এর সময়সূচি ও ম্যাচ ফিক্সচার প্রকাশ হতেই বিসিসিআই (BCCI) প্রবল সমালোচনার মুখে পড়েছে। কারণ, আরও একবার ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan Match: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড়

India vs Pakistan Match: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড়

Asaduddin Owaisi slams Modi Government over India vs Pakistan match: Asia Cup 2025-এর সময়সূচি ও ম্যাচ ফিক্সচার প্রকাশ হতেই বিসিসিআই (BCCI) প্রবল সমালোচনার মুখে পড়েছে। কারণ, আরও একবার ভারত ও পাকিস্তানকে (India vs Pakistan Match) একই গ্রুপে রাখা হয়েছে। ফলে ১৪ই সেপ্টেম্বর এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে। এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত UAE-তে অনুষ্ঠিত হবে।

Advertisment

তবে এই ম্যাচ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। কারণ, কিছুদিন আগেই পহেলগাওঁয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ সাধারণ মানুষ। এই ঘটনার রক্ত শুকাতে না শুকাতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত, এই ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভারত-পাক ম্যাচ বয়কটের ডাক উঠেছে, এমনকি বিসিসিআই বয়কট ট্রেন্ডও চলছে।

এর আগেও 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস'-এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচের সরকারি ঘোষণা করে বিসিসিআই নতুন করে দেশবাসীর আবেগে আঘাত দিয়েছে বলে অনেকে মনে করছেন।

Advertisment

আরও পড়ুন ভারত-পাকিস্তান ম্য়াচ রুখতে এবার আসরে মোদী? কড়া পদক্ষেপ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের!

এই প্রসঙ্গে সংসদেও (Parliament) প্রতিবাদের সুর তোলা হয়েছে। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) এই ম্যাচ নিয়ে সরাসরি সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) বলেছেন, রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না, সন্ত্রাসবাদ ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। তাহলে যখন পাকিস্তানের বিমান আমাদের আকাশসীমায় প্রবেশ করতে পারে না, তাদের নৌকা আমাদের জলসীমায় ঢুকতে পারে না, বাণিজ্য বন্ধ, তাহলে ক্রিকেট ম্যাচ কীভাবে হতে পারে?’’

তিনি আরও বলেন, ‘‘আমার বিবেক আমাকে সেই ম্যাচ দেখতে দেবে না। এই সরকারের কি সাহস আছে, যে তারা নিহত ২৫ জন শহিদ পরিবারের সামনে দাঁড়িয়ে বলবে, আমরা অপারেশন ‘সিন্দুর’ দিয়ে বদলা নিয়েছি, এবার আপনারা ভারত-পাক ম্যাচ দেখুন? এটা অত্যন্ত দুঃখজনক।’’

আরও পড়ুন পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নয়, এশিয়া কাপ নিয়ে ঝাঁজালো আক্রমণে গর্জে উঠলেন অভিষেক

দেশের একটি বড় অংশও ওয়াইসির এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছে। এশিয়া কাপ ২০২৫ শুরুর আগেই এই ম্যাচ ঘিরে যে বিতর্ক দানা বাঁধছে, তা ক্রিকেট এবং কূটনীতির মঞ্চে এক নতুন সমীকরণ তৈরি করতে চলেছে।

PM Narendra Modi Parliament Asaduddin Owaisi Modi Government India Vs Pakistan match Asia Cup 2025