/indian-express-bangla/media/media_files/2025/07/29/india-vs-pakistan-3-2025-07-29-02-07-54.jpg)
ভারত-পাকিস্তান ম্য়াচে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে গোটা দেশ
India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। আগামী সেপ্টেম্বর মাসে শুরু হবে এই টুর্নামেন্ট। আর ১৪ সেপ্টেম্বর আয়োজন করা হবে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ। কিন্তু, টুর্নামেন্টের সূচি প্রকাশ্যে আসতে না আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এমনকী, কেন্দ্রীয় সরকারের (Indian Government) কাছে আবেদন করা হয়েছে, এই ম্য়াচ যেন বাতিল করে দেওয়া হয়। বিশেষ করে আবেদন করা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ ভারত সরকার কিংবা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই ম্য়াচ বাতিল করতে পারে?
আপনাদের কারোর কাছেই অজানা নয় যে গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলে জঙ্গি হামলা চালায় পাকিস্তান। এই ঘটনায় ২৬ নিরাপরাধ পর্যটক মারা যান। এই ঘৃণ্য ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তেও উত্তেজনা অনেকটা বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে, ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্য়াচ নিয়ে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু, সত্যিটা হল এই যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না।
সংবাদ সংস্থা পিটিআই-কে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, 'আপাতত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর সরাসরি কোনও নিয়ন্ত্রণ নেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের। কারণ, ন্যাশনাল স্পোর্টস গভর্ন্যাস বিলে এখনও পর্যন্ত সিলমোহর পড়েনি। সেকারণে বিসিসিআই-এর উপর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কোনও আধিকারিক ভূমিকা নেই। তবে ভারতীয় জনগণের আবেগের দাম বিসিসিআই দেয় কি না, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে।'
India vs Pakistan: চুুলোয় যাক দেশপ্রেম! 'খেলা চলুক', ভারত-পাক ম্যাচ নিয়ে এ কী বললেন সৌরভ?
এর অর্থ একেবারে পরিষ্কার। বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা। অর্থাৎ বোর্ডের সিদ্ধান্তের উপর কেন্দ্রীয় সরকারের কোনও দাবি থাকতে পারে না। তবে আশঙ্কা করা হচ্ছে, এই ম্য়াচ আয়োজন করা হলে দেশজুড়ে বিক্ষোভের রোষানলে পড়তে পারে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে হয়ত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উপর একটা পরোক্ষ চাপ তৈরি হতে পারে।
India vs Pakistan: ভুয়ো দেশপ্রেম বন্ধ করুক BCCI, ভারত-পাক ম্যাচ নিয়ে ধুয়ে দিলেন পাকিস্তানের তারকা
এশিয়া কাপ কোনও আইসিসি টুর্নামেন্ট নয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টের আয়োজন করে থাকে। বর্তমানে ACC-র শীর্ষপদে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্য়ান মহসিন নকভি।
আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে মহারণের আয়োজন করা হয়েছে। যদি দুটো দল পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করে, তাহলে আরও ২ বার তারা একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। আশা করা যায়, এই ম্য়াচের হাত ধরে সম্প্রচারকারী সংস্থা কোটি-কোটি টাকা উপার্জন করবে। কারণ এই ম্য়াচে বিজ্ঞাপনের দর সবথেকে বেশি থাকে।