IND vs PAK Asia Cup Final: ফের 'বেইজ্জত' পাকিস্তান, ফাইনালে মাস্টারস্ট্রোক সূর্যকুমারের!

IND vs PAK Asia Cup Final 2025: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়ায় মোট তিনটে পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে।

IND vs PAK Asia Cup Final 2025: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়ায় মোট তিনটে পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Salman Ali Agha and Suryakumar Yadav (1)

সলমান আলি আগা এবং সূর্যকুমার যাদব

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের ফাইনাল (Asia Cup 2025 Final) ম্য়াচ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবাসরীয় ম্য়াচে টিম ইন্ডিয়ায় মোট তিনটে পরিবর্তন দেখতে পাওয়া গিয়েছে। তবে খেতাবি লড়াই শুরু হওয়ার ঠিক আগেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav) আরও একবার পাকিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন সলমান আলি আগাকে (Salman Ali Agha) বেইজ্জত করলেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আরও একবার সলমানের সঙ্গে দুরত্ব বাড়ালেন এবং ফোটোশ্যুট চলাকালীন এক বিরল ঘটনার সাক্ষী রইল গোটা ক্রিকেট বিশ্ব।

Advertisment

Hardik Pandya: এশিয়া কাপ ফাইনালে কেন খেলছেন না হার্দিক? গোপন কথা ফাঁস করলেন সূর্যকুমার

সলমানকে ফের বেইজ্জত করলেন সূর্যকুমার যাদব

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফাইনাল ম্য়াচের একদিন আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি ট্রফি ফোটোশ্যুট করবেন না। সলমান আলি আগার সঙ্গে একই ফ্রেমে দাঁড়াবেন না বলেই এমন প্রশংসনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি। তবে ফাইনাল ম্য়াচ শুরু হওয়ার ঠিক আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে ট্রফি ফোটোশ্যুট করানো হয়। সেখানে দুই দলের অধিনায়ককে আলাদা আলাদা দাঁড় করিয়ে ট্রফির সঙ্গে ছবি তোলানো হয়েছে। 

Advertisment

IND vs PAK Asia Cup Final Toss Update: আশঙ্কাই হল সত্যি! চোটের কারণে বাদ পড়লেন ভারতের তারকা ক্রিকেটার

প্রথমে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা ট্রফির সঙ্গে ছবি তোলেন। এরপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আসেন। আজও টসের আগে সূর্যকুমার যাদব জানিয়ে দেন যে পাকিস্তান ক্যাপ্টেনের পাশে দাঁড়াবেন না। আর এভাবে তিনি আরও একবার সলমানকে ইগনোর করলেন। ইতিপূর্বে টুর্নামেন্টের লিগ স্টেজ এবং সুপার ফোর পর্বেও ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি।

IND vs PAK Asia Cup 2025 Final Prize Money: পাকিস্তানকে হারালেই 'লক্ষ্মীর ভাণ্ডার', ফাইনাল জিতলে কত টাকা পাবে টিম ইন্ডিয়া?

একনজরে ২ দলের প্রথম একাদশ:

ভারত - অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

Asia Cup final IND vs PAK: খেলা শুরুর আগেই হার স্বীকার পাকিস্তানের! আক্রম বললেন, 'ভারতই ফেভারিট...'

পাকিস্তান - সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সলমান আলি আগা (অধিনায়ক), হুসেন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

Salman Ali Agha Suryakumar Yadav Indian Cricket Team Asia Cup 2025 Final India vs Pakistan