/indian-express-bangla/media/media_files/2025/10/05/ind-vs-pak-live-streaming-details-2025-10-05-11-55-33.jpg)
কোথায় দেখবেন ভারত-পাক মহারণ?
IND W vs PAK W: ২০২৫ আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের (Women's ODI World Cup 2025) ষষ্ঠ ম্য়াচে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ২০২৫ এশিয়া কাপ (Asia Cup 2025) বিতর্কের পর এই ম্য়াচটি আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে। পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ঝুলিতে রয়েছে একাধিক কলঙ্কের রেকর্ড। সেকারণে সকলেই আপাতত টিম ইন্ডিয়ার (Indian Women Cricket Team) জয়ের দিকে তাকিয়ে রয়েছে। এই ম্য়াচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে। এই পরিস্থিতিতে ক্রিকেট সমর্থকদের মনে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। কীভাবে ফ্রি'তে এই ম্য়াচটি দেখতে পাওয়া যাবে?
কোথায় দেখবেন ভারত-পাক মহারণ?
২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপের আধিকারিক ব্রডকাস্টার হল স্টার স্পোর্টস। ভারত এবং পাকিস্তানের মধ্যে আয়োজিত এই খেলাটিও ৫ অক্টোবর দুপুর তিনটে থেকে স্টার স্পোর্টসে দেখানো হবে। এছাড়া আপনি ফ্রি'তে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টারে (Jio Hotstar) দেখতে পারেন। পাশাপাশি এই চ্যানেলের ওয়েবসাইটেও ম্যাচটি একেবারে বিনামূল্যে দেখানো হবে। সোনি লিভে (Sony Liv) এই ম্য়াচের কোনও সম্প্রচার করা হবে না। আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রেকর্ড যথেষ্ট নজরকাড়া। সেকারণেই এই ম্য়াচে পাকিস্তান যথেষ্টই চাপে থাকবে বলে আশা করা হচ্ছে।
IND W vs PAK W: অনুশীলন করছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা, মাঝপথেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড!
চলতি বিশ্বকাপের প্রথম ম্য়াচে জয়লাভ করেছে ভারত
এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে একেবারে দুরমুশ করেছে। সেকারণে হরমনপ্রীত অ্যান্ড কোম্পানির আত্মবিশ্বাস আপাতত অনেকটাই বেশি রয়েছে। অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট দল অবশ্য তাদের প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে পরাস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ফতিমা সানার দল অনেকটাই চাপে থাকবে। টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটার আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেকারণে এই মহারণে টিম ইন্ডিয়ার পাল্লা অনেকটাই ভারী বলে মনে করা হচ্ছে।