/indian-express-bangla/media/media_files/2025/10/05/ind-w-vs-pak-w-weather-update-2025-10-05-11-38-22.jpg)
বৃষ্টিতে ভেস্তে যাবে ভারত-পাকিস্তান ম্য়াচ?
IND W vs PAK W: ২০২৫ ওয়ানডে মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Womem's ODI World Cup 2025) ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) খেলতে নামছে। রবিবার অর্থাৎ ৫ অক্টোবর শ্রীলঙ্কার প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হবে। ২২ গজে আরও একবার ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষা করছে গোটা ক্রিকেট বিশ্ব। ইতিপূর্বে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপ ফাইনালে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তানকে কার্যত দুরমুশ করে এশিয়া কাপের খেতাব জয় করেছিল টিম ইন্ডিয়া। আরও একবার পাকিস্তানকে 'থেঁতো' করতে পারবে ভারত (Indian Women Cricket Team)? যদিও ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্য়াচে কিন্তু বৃষ্টির (Weather Report) চোখরাঙানি রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, অতিরিক্ত বৃষ্টিপাত হলে ম্য়াচ বাতিলও হয়ে যেতে পারে।
IND W vs PAK W: অনুশীলন করছিলেন স্মৃতি-হরমনপ্রীতরা, মাঝপথেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড!
পরিত্যক্ত হতে পারে ভারত-পাকিস্তান ম্য়াচ
অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, ম্য়াচ চলাকালীন বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। তবে ম্যাচ যত সামনের দিকে এগোবে, বৃষ্টিপাতের পরিমাণও ততই কম হবে বলেও জানা গিয়েছে। বেলা ১১টা নাগাদ ৭০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, বিকেল ৫টা নাগাদ সেটা ২০ শতাংশে নেমে আসবে। এই পরিস্থিতিতে ম্য়াচ শুরু হতে হয়ত সামান্য দেরি হতে পারে। কিন্তু, বৃষ্টির কারণে যে একেবারে বাতিল হয়ে যাবে, তেমন সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!
বাতিল হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্য়াচ
গত শনিবার অর্থাৎ ৪ অক্টোবর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্য়াচের আয়োজন করা হয়েছিল। কিন্তু, বৃষ্টির কারণে এই ম্য়াচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। সেকারণে টসের আগেই ম্য়াচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়েছে। এরপর শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার ঝুলিতে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
IND W vs SL W Highlights: চক দে ইন্ডিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত
এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচ টিম ইন্ডিয়া গত ৩০ সেপ্টেম্বর খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়ে দেয়। অন্যদিকে, পাকিস্তানও ইতিমধ্যে একটি ম্য়াচ খেলে ফেলেছে। গত ২ অক্টোবর তারা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বাংলাদেশ এই ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করে। অর্থাৎ, পাকিস্তান এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি।