/indian-express-bangla/media/media_files/2025/10/04/indian-women-cricket-team-4-2025-10-04-09-39-11.jpg)
পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল
IND W vs PAK W: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপ (Women's ODI World Cup 2025)। ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। এখনও পর্যন্ত চারটে ম্য়াচ খেলা হয়েছে। টিম ইন্ডিয়া (Indian Women Cricket Team) তাদের প্রথম ম্য়াচে জয়লাভ করেছে। এবার আগামী ম্য়াচে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচটি কলম্বোয় আয়োজন করা হচ্ছে। সেকারণে দুটো দলই ওখানে পৌঁছে গিয়েছে। শুরু করেছে কঠোর অনুশীলন। তবে এই ম্য়াচ শুরু হওয়ার আগেই এমন একটা কাণ্ড ঘটেছে, যা শুনলে হয়ত আপনাদের শিরদাঁড়ায় ঠাণ্ডা স্রোত বইতে শুরু করবে। ভারতীয় ক্রিকেট দল যখন অনুশীলন করছিল, সেই সময় আচমকা মাঠের মধ্যে একটি বিশাল সাপ ঢুকে পড়ে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
IND W vs PAK W: ভারত-পাকিস্তান ম্য়াচ নিয়ে চাঞ্চল্যকর আপডেট, শুনলে অবাক হবেন আপনিও!
গত ৩ অক্টোবর কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেইসময় ক্রিকেটাররা সেন্টার উইকেট থেকে নেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় মাঠের মধ্যে একটি বিশাল সাপ দেখতে পাওয়া যায়। সংবাদ সংস্থা পিটিআই-কে মাঠকর্মীরা জানিয়েছেন, এই সাপটি অবশ্য বিষধর ছিল না। এটা গরন্ডিয়া প্রজাতির সাপ ছিল। সাধারণত খাবারের (ইঁদুর) খোঁজে বিভিন্ন খাল-বিলে দেখতে পাওয়া যায়। এই সাপ দেখে ক্রিকেটাররা বিন্দুমাত্র ঘাবড়ে যাননি। উলটে সকলের মুখেই হাসি দেখতে পাওয়া গিয়েছে। এই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
IND W vs SL W Highlights: চক দে ইন্ডিয়া, জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত
এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল
২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে আগামী ৫ অক্টোবর হাইভোল্টেজ ম্য়াচ আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। গোটা ক্রিকেট বিশ্বের নজর এই ম্য়াচের উপর রয়েছে। যদি ইতিহাস ঘেঁটে দেখা যায়, তাহলে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের পাল্লা অনেকটাই ভারী রয়েছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত এই দুটো দলের মধ্যে ১১ ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হচ্ছে। আর প্রত্যেকটা ম্য়াচেই ভারত জয়লাভ করেছে।
IND W vs PAK W: এখনও শেষ হয়নি লড়াই, পাকিস্তানকে ফের 'বেইজ্জত' করতে প্রস্তুত টিম ইন্ডিয়া!
দুটো দলের কাছেই দ্বিতীয় ম্য়াচ
২০২৫ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দল প্রথম ম্য়াচে শ্রীলঙ্কাকে হারিয়ে গিয়েছিল। অন্যদিকে, পাকিস্তান প্রথম ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গিয়েছে। এবার দুটো দলই তাদের দ্বিতীয় ম্য়াচ খেলতে নামছে।