এবার আর বিশাখাপত্তনমের মতো ডাবল সেঞ্চুরি হল না ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশ স্টেডিয়ামে ঝকঝকে একটি শতরান উপহার দিলেন কর্ণাটকের ব্য়াটসম্য়ান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ময়ঙ্কই ভারতকে বড় রানের মঞ্চ করে দিলেন। ১৯৫ বলের ইনিংস খেলে ১০৮ রানে থামলেন তিনি। কাগিসো রাবাদার বলে ফাফ দু প্লেসিসের হাতে ক্য়াচ আউট হলেন ময়ঙ্ক। আত্মবিশ্বাসী ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা হাঁকালেন তিনি।
আরও পড়ুন: বিনয় কুমারের পেপটকেই বদলে যান ময়ঙ্ক, জানালেন রবিন উথাপ্পা
আরও পড়ুন: স্টিভ স্মিথকেই এবার পিছনে ফেলে দিলেন ময়ঙ্ক আগরওয়াল
মধ্য়াহ্ণ ভোজের বিরতিতে ময়ঙ্ক ৩৪ ও পূজারা ১৯ রানে ব্য়াট করছিলেন। লাঞ্চের পর মাঠে ফিরে ময়ঙ্ক সেঞ্চুরি পূরণ করেন। কিন্তু তাঁর সেঞ্চুরির আগেই পূজারা ফিরে যান ড্রেসিংরুমে। পূজারাকে ৫৮ রানে থামতে হয়। সেই রাবাদার বলে আর ফাফের হাতে ক্য়াচ তুলে দেন তিনি। এরপর ময়ঙ্ক এগিয়ে যান কোহলিকে সঙ্গে নিয়ে। ময়ঙ্ক যখন ফেরেন তখন ভারতের স্কোরবোর্ডে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান।