Advertisment

IND vs SA 2nd test: বিরাটের ডাবল এবং উমেশের জোড়ায় হারের ভ্রুকুটি প্রোটিয়াজদের

বিশাখাপত্তনমে প্রথম টেস্ট জিতে এমনিতেই ভারত ১-০ সিরিজে এগিয়ে রয়েছে। পুনে টেস্ট জিতলেই সিরিজ দখল করে ফেলবে টিম ইন্ডিয়া। এমন অবস্থায় পুনে টেস্টে জয়ের গন্ধ পেয়ে গেল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli and Umesh Yadav

বিরাট কোহলি ও উমেশ যাদবের দাপটে চালকের আসনে ভারত।(টুইটার)

পুণে টেস্টে জয়ের গন্ধ পেয়ে গেল ভারত। তা-ও আবার দ্বিতীয় দিনেই। বিরাট কোহলির ডাবল সেঞ্চুরি এবং শেষবেলায় উমেশ যাদবের জোড়া উইকেটের দাপটে সিরিজ জয়ের মৌতাত টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পৌঁছে গিয়েছে। বিরাট কোহলির দ্বিশতরানের পরে রবীন্দ্র জাদেজা শতরান মিস করলেন মাত্র ৯ রানের জন্য। অজিঙ্কা রাহানেও ৫৯ করে যান। ৬০১/৫ রানে ভারত ডিক্লেয়ার করে দেওয়ার পরে শেষদিকে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। প্রোটিয়াজরা এখনও পিছিয়ে ৫৬৫ রানের বিশাল ব্যবধানে। প্রথম ইনিংসে হাতে রয়েছে মাত্র ৭ উইকেট।

Advertisment

বিশাখাপত্তনমে প্রথম টেস্ট জিতে এমনিতেই ভারত ১-০ সিরিজে এগিয়ে রয়েছে। পুনে টেস্ট জিতলেই সিরিজ দখল করে ফেলবে টিম ইন্ডিয়া। এমন অবস্থায় প্রথম দিনে ভারত ২৭৩/৩ রানে শেষ করেছিল। কোহলি ৬৩ রানে অপরাজিত ছিলেন। বৃহস্পতিবার সেখান থেকে শেষ করেছিলেন, শুক্রবার সেখান থেকেই শুরু করেন কোহলি। প্রথম সেশনেই তিন অঙ্কের রানে পৌঁছে যান তিনি। তারপরে দেড়শো, পেরিয়ে দুশো! এর মধ্য়ে লাঞ্চের পরেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রাহানে।

আরও পড়ুন সপ্তম ডাবল সেঞ্চুরি কোহলির, ভারতীয়দের মধ্য়ে সর্বাধিক, পুনেতে রেকর্ডের ছড়াছড়ি

চতুর্থ উইকেটে কোহলি-রাহানের ১৭৮ রানের পার্টনারশিপে ভাঙন ধরান কেশব মহারাজ। ভারতীয় বংশোদ্ভূত স্পিনারের টার্ন বুঝতে ভুল করে উইকেটকিপার ডিককের হাতে ক্যাচ তুলে বিদায় নেন রাহানে। এরপরেই বিরাট-জাদেজার দাপুটে পার্টনারশিপে উঠল ২২৫ রান। মুথুস্বামীর বলে ডে ব্রুইনের হাতে জাদেজা ক্যাচ তুলে বিদায় নেওয়ার সঙ্গেসঙ্গেই ইনিংসের ডিক্লেয়ার করে দেন বিরাট। তিনি সেই সময় ব্যক্তিগত ২৫৪ রানে ব্যাটিং করছিলেন। নিজের ইনিংসে ৩৩টি বাউন্ডারি সমেত দুটো ওভার বাউন্ডারিও হাকিয়েছেন বিরাট। অন্যদিকে, জাদেজার ৯১ রানের ইনিংস সাজানো ৮টা বাউন্ডারি এবং ২টো ওভার বাউন্ডারিতে।

আরও পড়ুন দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্য়াটসম্য়ান হিসাবে ২৬ নম্বর টেস্ট সেঞ্চুরি কিং কোহলির

পাহাড়প্রমাণ রানের সামনে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উমেশের ওভারে ফিরে যান মারক্রাম। ভুল লেংথে খেলে এলবিডব্লিউ হন মারক্রাম। চতুর্থ ওভারে উমেশের শিকার ডিন এলগার। উমেশের জোড়া শিকারের পরে পিছিয়ে থাকেননি শামিও। প্রথম স্পেলে প্রথম ওভারেই শামির বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তেম্বা বাভুমাকে।

Read live updates in ENGLISH

Virat Kohli BCCI
Advertisment