/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/shubman-gill.jpg)
প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের, বাদ রাহুল, এলেন শুভমান গিল (দূরদর্শন টুইটার)
India Test Squad for South Africa Series 2019: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজের ১৫ সদস্য়ের দল ঘোষণা করে দিল বিসিসিআই। পেটিএম ফ্রিডম সিরিজ ফর গান্ধী-ম্য়ান্ডেলা ট্রফিতে দলে উল্লেখযোগ্য় দু'টি পরিবর্তন এনেছে ভারত।
এই প্রথমবার টেস্ট টিমে ডাক পেলেন শুভমান গিল, বাদ গেলেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলা দলটাই প্রায় ধরে রাখল এমএসকে প্রসাদের নির্বাচক কমিটি।
আরও পড়ুন: টেস্টেও রোহিতকে ওপেন করানোর ভাবনা, ইঙ্গিত প্রধান নির্বাচক এমএসকে প্রসাদের
India’s squad for 3 Tests: Virat Kohli (Capt), Mayank Agarwal, Rohit Sharma, Cheteshwar Pujara, Ajinkya Rahane (vc), Hanuma Vihari, Rishabh Pant (wk),Wriddhiman Saha (wk), R Ashwin, Ravindra Jadeja, Kuldeep Yadav, Mohammed Shami, Jasprit Bumrah, Ishant Sharma, Shubman Gill
— BCCI (@BCCI) September 12, 2019
প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ হবে বিশাখাপত্তনমে (২-৬ অক্টোবর), দ্বিতীয় টেস্ট পুণায় (১০-১৪ অক্টোবর), সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট রাঁচিতে (১৯-২৩ অক্টোবর)
আরও পড়ুন: ‘রাহুলের মতো অনুষ্কার সঙ্গে বন্ধুত্ব করে নাও’, উত্তরে কী বললেন কেকেআরের প্রাক্তন জ্য়াকসন?
ভারতীয় দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা ( উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও শুভমান গিল।
Read full story in English