ইতিহাসে পৌঁছে গেলেন জসকরণ মালহোত্রা। ভারতীয় এই ব্যাটসম্যান আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর নজির গড়লেন। ভারতীয় হলেও জসকরণ খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। পাপুয়া নিউগিনির বিরুদ্ধে খেলতে নেমে জসকরণ একই ওভারে ৩৬ তুলে ছুঁয়ে ফেললেন হার্শেল গিবসের রেকর্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইনিংসের শেষ ওভারেই আগুন জ্বালান চন্ডীগড়ে জন্মানো মার্কিন তারকা। এক ওভারে তাঁর ব্যাট থেকে বেরোল টানা হাফডজন ছক্কা। পাপুয়া নিউগিনির বোলার ছিলেন গৌদি টক। দুর্ভাগ্যের শিকার হন এই পাপুয়া নিউগিনির বোলার। সবমিলিয়ে জসকরণ ১২৪ বলে ১৭৬ করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে হাঁকালেন ১৬টি ওভার বাউন্ডারি এবং চারটে বাউন্ডারি। ওয়ানডেতে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম সেঞ্চুরিও করলেন জসকরণ।
আরও পড়ুন: মেন্টর ধোনিতে তীব্র আপত্তি! সৌরভদের কাছে নালিশ জানিয়ে সরাসরি চিঠি
এছাড়াও আইসিসির এসোসিয়েট দেশগুলির মধ্যে জসকরণ ব্যক্তিগত রানের তালিকায় তৃতীয় সর্বোচ্চ। তাঁর আগে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং (১৭৭) এবং স্কটল্যান্ডের ক্যালাম ম্যাকলয়েড (১৭৫)।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে জসকরণ মালহোত্রা চতুর্থ ব্যাটসম্যান যিনি এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন। হার্শেল গিবস (২০১১, বিপক্ষ নেদারল্যান্ডস), যুবরাজ সিং (২০০৭, বিপক্ষ ইংল্যান্ড), এবং কায়রণ পোলার্ড (২০২১, বিপক্ষ শ্রীলঙ্কা) এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে টানা ছ’টা ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: ধোনি মেন্টর হতেই মুখ খুললেন সৌরভ! খুল্লমখুল্লা মাহি বন্দনায় মহারাজ
মালহোত্রার বিধ্বংসী ইনিংসে ভর করে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭১ পৌঁছয়। তিনিই একমাত্র পাপুয়া নিউগিনি বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠেন। বাকি মার্কিন ব্যাটসম্যানরা যদিও ব্যর্থ হন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন