/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/choto-18.jpg)
বয়কটের হুমকি প্রত্য়াহার, বার্মিংহ্য়াম কমনওয়েলথে প্রতিনিধিত্ব চূড়ান্ত করল ভারত (ছবি-টুইটার, কমনওয়েলথ গেমস ফেডারেশন)
২০২২ বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসে শুটিং না-রাখায় এই ইভেন্ট বয়কটের হুমকি দিয়েছিল ভারত। অবশেষে গেমস ফেডারেশনের সঙ্গে বিস্তর আলোচনার পরে মত বদল করল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)।
ভারত বার্মিংহ্য়ামে তাদের প্রতিনিধিত্ব চূড়ান্ত করার পাশাপাশি এও জানিয়ে দিল যে, ২০২৬ ও ২০৩০ কমনওয়েলথ গেমসেও দরপত্রও জমা দেবে। গত সোমবার নয়াদিল্লিতে আইওএ তাদের বার্ষিক সাধারণ সভার বৈঠক করল। সেখানে ছিলেন গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট ডেম লুইস মার্টিন।
আরও পড়ুন-২০২২ সালের কমনওয়েলথ গেমস কেন বয়কট করতে চায় ভারতীয় ওলিম্পিক অ্যাসোসিয়েশন
CGF President Dame Louise Martin has welcomed the fantastic news that India have confirmed their intent to participate at the Birmingham 2022 Commonwealth Games ????????????????????????#CommonwealthGames#CommonwealthSport#Birmingham2022https://t.co/0D2bMwS18Dpic.twitter.com/gYFinjz5Jj
— Commonwealth Games Federation (@thecgf) December 30, 2019
আরও পড়ুন-কমনওয়েলথ সময় আর পয়সার অপচয়, ভারতের নাম প্রত্য়াহারের ভাবনায় আইওএ প্রেসিডেন্ট
বৈঠকের পর আইওএ-র সাধারণ সচিব রাজীব মেহতা বলছেন, “ফেডারেশনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর আমরা কমনওয়েলথ গেমস বয়কটের হুমকি প্রত্য়াহার করলাম।” লুইস মার্টিন এই বৈঠকের প্রসঙ্গে বললেন, “আমরা অত্য়ন্ত খুশি হয়েছি যে ভারত কমনওয়েলথে অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে। সমগ্র কমনওয়েলথ স্পোর্টস আন্দোলনের জন্য় এটা ইতিবাচক।“
আরও পড়ুন-২০২২ বার্মিংহ্য়াম কমনওয়েলথে যুক্ত হল মহিলাদের ক্রিকেট
২০২২ সালের জুনে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথে শুটিংকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সংগঠকরা। তার জায়গায় মহিলা ক্রিকেট, প্যারা টেবিল টেনিস এবং বিচ ভলিবলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৯৮ সালের পর এই প্রথম কমনওয়েলথ গেমসে অর্ন্তভুক্ত করা হল মহিলাদের টিটোয়েন্টি।