Vaibhav Suryavanshi: টেস্ট ম্যাচে T20 ব্যাটিং বৈভবের, লাল বলের ক্রিকেটে ফের ব্যর্থ, মাত্র ২০ করেই আউট

IND U-19 vs ENG U-19 2nd Test: চেলমসফোর্ডে ভারত অনূর্ধ্ব-১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৯ রান। একাংশ সিংহ দুর্দান্ত সেঞ্চুরি করেন।

IND U-19 vs ENG U-19 2nd Test: চেলমসফোর্ডে ভারত অনূর্ধ্ব-১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৯ রান। একাংশ সিংহ দুর্দান্ত সেঞ্চুরি করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi: অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় টেস্টে বড় রান পেলেন না বৈভব

Vaibhav Suryavanshi: অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় টেস্টে বড় রান পেলেন না বৈভব

IND U-19 vs ENG U-19 2nd Test Day 2: ঐতিহাসিক ইংল্যান্ড সফরে দারুণ ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পর যুব টেস্ট সিরিজের (IND vs ENG) প্রথম ম্যাচেও অর্ধশতরান করেন তিনি। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটু ভিন্ন মেজাজে দেখা গেল তাঁকে। বৈভব যেন টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে নেমেছেন, এই রকম আগ্রাসী ব্যাটিং শুরু করেন তিনি। মনে হচ্ছিল, তিনি কোনও বিশেষ প্ল্যানিং নিয়ে নেমেছেন। কিন্তু তিনি তাঁর ঝলক পুরোপুরি দেখানোর আগেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য হন। এই টেস্টে বৈভবের কাছ থেকে বড় ইনিংসের আশা ছিল, কিন্তু প্রথম ইনিংসে তিনি হতাশ করেন। তাঁর এই রূপ দেখে সবাই চমকে গিয়েছেন, টেস্টেও এমন মারকাটারি ব্যাটিং!

Advertisment

চেলমসফোর্ডে ভারত অনূর্ধ্ব-১৯ বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৩০৯ রান। একাংশ সিংহ দুর্দান্ত সেঞ্চুরি করেন। ১৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ভারতের ইনিংস শুরু করেন আয়ুষ মহাত্রে ও বৈভব সূর্যবংশী। শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের চাপে ফেলে দেন বৈভব। মাত্র ১৪ বলে ২০ রান করেন তিনি, যার মধ্যে ছিল ২টি ছক্কা ও একটি চার। তিনি পেসার অ্যালেক্স গ্রিনকে টার্গেট করে মারমুখী হয়ে ওঠেন। ভারতের ইনিংসের ছয় নম্বর ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। কিন্তু পরের বলেই বড় শট খেলতে গিয়ে মালহোত্রার হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

আরও পড়ুন বৈভব সূর্যবংশীকে নিয়ে এই Video দেখেছেন? ৬৭ সেকেন্ডে ফাঁস তাঁর ৫ গোপন রহস্য

Advertisment

ভারতের স্কোর ছিল ৩৭, তখনই প্রথম ধাক্কা। এরই মধ্যে বৃষ্টিতে ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটেছে। ইংল্যান্ডের ইনিংস চলাকালীনও বৃষ্টি বারবার খেলা বন্ধ করেছে। ভারতের ইনিংসেও বৃষ্টির ব্যাঘাত ছিল বেশ কয়েকবার। উল্লেখ্য, এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বৈভব ৩৫৫ রান করেছিলেন, যেখানে একটি শতরানও রয়েছে।

আরও পড়ুন বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

বর্তমানে এটি বৈভব সূর্যবংশীর চতুর্থ যুব টেস্ট ম্যাচ। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর, যেখানে শতরান করে নজর কাড়েন তিনি। মাত্র ১৪ বছর বয়সেই একাধিক রেকর্ডের মালিক হয়ে উঠেছেন বৈভব। এই টেস্ট সিরিজে বল হাতেও সাফল্য এসেছে তাঁর। দুইটি উইকেট নিয়েছেন স্পিনে। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বৈভবের নেটওয়ার্থও বেড়েছে। এখন তাঁর মোট নেটওয়ার্থ প্রায় ২ কোটি টাকা। ইংল্যান্ডে প্রতি ম্যাচে খেলার জন্য তিনি বিসিসিআইয়ের তরফ থেকে পাচ্ছেন ২০ হাজার টাকা করে।

Vaibhav Suryavanshi IND vs ENG