Vaibhav Suryavanshi: বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজে ১৪ বছর বয়সি এই ব্যাটার সর্বাধিক রান করেন। তবে ওপেনিং টেস্টের প্রথম ম্য়াচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বৈভব।

Vaibhav Suryavanshi: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজে ১৪ বছর বয়সি এই ব্যাটার সর্বাধিক রান করেন। তবে ওপেনিং টেস্টের প্রথম ম্য়াচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বৈভব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryavanshi

টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী

Vaibhav Suryavanshi: ইতিহাস বইয়ে নাম তুললেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম যুব টেস্ট ম্য়াচে তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন। গত ১২ জুলাই থেকে বেকেনহ্যামের কেন্ট ক্রিকেট গ্রাউন্ডে এই ম্য়াচ আয়োজন করা হয়েছিল। শেষপর্যন্ত ম্যাচটা ড্র হয়ে যায়।

Advertisment

Vaibhav Suryavanshi: বিলেতে বৈভবের জন্য 'পাগলামি' দুই কিশোরীর, শুধু তাঁর সঙ্গে দেখা করতে ৬ ঘণ্টা পথ পাড়ি

২০২৫ আইপিএল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজে ১৪ বছর বয়সি এই ব্যাটার সর্বাধিক রান করেন। তবে ওপেনিং টেস্টের প্রথম ম্য়াচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন বৈভব। মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। যদিও বল হাতে লেফট আর্ম স্পিনের ভেলকিতে তিনি জোড়া উইকেট শিকার করেছিলেন। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৪ বলে ৫৬ রানের একটা ধামাকাদার ইনিংস উপহার দেন তিনি।

Advertisment

Vaibhav Suryavanshi: কথা দিয়েও কথা রাখতে পারলেন না বৈভব, শেষ ম্য়াচে মুখ ডোবালেন ভারতের

ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী

এখনও ১৫ বছর বয়সের চৌকাঠ স্পর্শ করেননি বৈভব। ইতিমধ্যে একটি অনন্য রেকর্ড কায়েম করে ফেলেছেন তিনি। বৈভবই ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় যিনি ইউথ টেস্টের একই ম্য়াচে হাফসেঞ্চুরি করার পাশাপাশি একটি উইকেট শিকার করেছেন। ইতিপূর্বে, এই তালিকায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ (১৫ বছর ১৬৭ দিন)। মিরাজ এর আগে ২ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। পাশাপাশি সর্বকনিষ্ঠ ক্রিকেটারের তালিকায় নাম রয়েছে সুরেশ রায়নারও। 

Vaibhav Suryavanshi: ব্যাটে তাণ্ডবের পর বল হাতেও বিধ্বংসী বৈভব, ইংল্যান্ডে নয়া ইতিহাস বিস্ময় কিশোরের

সর্বকনিষ্ঠ ক্রিকেটার যাঁরা ইউথ টেস্টের একই ম্য়াচে ৫০-এর করার পাশাপাশি একটি উইকেট শিকার করেছেন:

ক্রিকেটার বয়স দল (অনূর্ধ্ব-১৯) রান উইকেট বিপক্ষ (অনূর্ধ্ব-১৯) সাল
বৈভব সূর্যবংশী ১৪ বছর ১০৭ দিন ভারত ১৪, ৫৬ ইংল্যান্ড ২০২৫
মেহদি হাসান মিরাজ ১৫ বছর ১৬৭ দিন বাংলাদেশ ১০৫, ২৮ শ্রীলঙ্কা ২০১৩
সৈকত আলি ১৫ বছর ২০৪ দিন বাংলাদেশ ৪৫, ১২ ইংল্যান্ড ২০০৭
নাসির হোসেন ১৫ বছর ২১৯ দিন বাংলাদেশ ২৮, ৬৫ ইংল্যান্ড ২০০৭
সুরেশ রায়না ১৫ বছর ২৪২ দিন ভারত ৭২, DNB ইংল্যান্ড ২০০২

 

যুব টেস্ট ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার ৫০+ স্কোর করলেন বৈভব সূর্যবংশী। ইতিপূর্বে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। বর্তমানে আরও একটি রেকর্ড তাঁর ঝুলিতে এসে জমা হয়েছে। অনূর্ধ্ব-১৯ স্তরে বৈভব সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি আন্তর্জাতিক স্তরে একাধিক হাফসেঞ্চুরি করেছেন।

Vaibhav Suryavanshi: বৈভবের জন্য বিলেতে হাহাকার, সেলফি-অটোগ্রাফের জন্য ভিড়, দূর-দূরান্ত থেকে এলেন ভক্তরা

যুব টেস্টে একাধিক হাফসেঞ্চুরিয়ন সর্বকনিষ্ঠ ক্রিকেটার

ক্রিকেটার বয়স
বৈভব সূর্যবংশী (ভারত অনূর্ধ্ব ১৯) ১৪ বছর ১০৭ দিন
নাজমূল হোসেন শান্ত (বাংলাদেশ অনূর্ধ ১৯) ১৪ বছর ২৩৪ দিন
হাসান রাজা (পাকিস্তান অনূর্ধ্ব ১৯) ১৪ বছর ২৭২ দিন

 

আরও একটি রেকর্ড কায়েম করেছেন বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে উইকেট শিকার করলেন। পাশাপাশি ক্রিকেট বিশ্বের নিরিখে অর্জন করেছেন দ্বিতীয় স্থান। ১৪ বছর বয়সি এই ক্রিকেটার খুব দ্রুত উন্নতির শিখর স্পর্শ করলেন। আশা করা যায়, ক্রিকেটে তাঁর উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে।

Vaibhav Suryavanshi India vs England