New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/05/vaibhav-suryavanshi-century-2025-07-05-18-24-24.jpg)
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi 5 Batting Secret Revealed: মাত্র ৬৭ সেকেন্ডের একটি ভিডিও। আর তাতেই সামনে এসেছে বৈভব সূর্যবংশীর ব্যাটিং সংক্রান্ত ৫টি বড় রহস্য। এসব গুণই তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটার হিসেবে।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিরুদ্ধে শতরান হাঁকালেন বৈভব সূর্যবংশী
Vaibhav Suryavanshi 5 Batting Secret Revealed by Kumar Sangakkara: সোশ্যাল মিডিয়ায় বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) অনেক ভিডিও হয়তো ইতিমধ্যেই আপনার নজরে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো হয় তাঁর বিধ্বংসী ব্যাটিং নিয়ে অথবা তাঁর বয়স বিতর্ক নিয়ে। তবে এবার যে ভিডিও নিয়ে শোরগোল, সেটা একটু অন্যরকম। এই ভিডিওতে বৈভব সূর্যবংশীর ব্যাটিং নয়, বরং তাঁর ব্যাটিংয়ের মধ্যে লুকিয়ে থাকা গুণগুলোর বিশ্লেষণ করা হয়েছে।
মাত্র ৬৭ সেকেন্ডের একটি ভিডিও। আর তাতেই সামনে এসেছে বৈভব সূর্যবংশীর ব্যাটিং সংক্রান্ত ৫টি বড় রহস্য। এসব গুণই তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভয়ঙ্কর ব্যাটার হিসেবে গড়ে তুলছে বলে দাবি করেছেন কিংবদন্তি শ্রীলঙ্কান ব্যাটার এবং প্রাক্তন উইকেটকিপার কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)।
২৮ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা সাঙ্গাকারা এখন IPL-এর রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর। এবং এই রাজস্থান রয়্যালসের হয়েই খেলেন বৈভব সূর্যবংশী। ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যাটিং সম্পর্কে সাঙ্গাকারা সবচেয়ে ভাল জানেন।
আরও পড়ুন বিলেতে ইতিহাস বৈভবের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই রেকর্ড!
স্কাই স্পোর্টসের একটি শর্ট ভিডিও-তে সাঙ্গাকারা জানিয়েছেন, ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) পক্ষ থেকে তাঁকে একটি মেসেজ পাঠানো হয়, “একজন স্পেশ্যাল ক্রিকেটারকে দেখতে হবে।” এরপর গুয়াহাটিতে নেট সেশনে প্রথমবার লাইভ দেখেন বৈভবকে। আর প্রথম দেখাতেই তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান সাঙ্গাকারা।
'The rise of Vaibhav' 🌟 Rajasthan Royals Director of Cricket Kumar Sangakkara on his first encounter with the rising star 🗣️ pic.twitter.com/uFPATITFTQ
— Sky Sports Cricket (@SkyCricket) July 20, 2025
সাঙ্গাকারার মতে, বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা তাঁকে ভবিষ্যতের এক্স-ফ্যাক্টর বানাতে পারে।
আরও পড়ুন বৈভবের জন্য বিলেতে হাহাকার, সেলফি-অটোগ্রাফের জন্য ভিড়, দূর-দূরান্ত থেকে এলেন ভক্তরা
১. শট খেলার সময় যথেষ্ট সময় পান বৈভব- যা তাঁকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে।
২. তাঁর ব্যাট সুইং অত্যন্ত দারুণ- নিখুঁত টেকনিক এবং শক্তির মিশেল।
৩. ক্রিজে মুভমেন্ট খুবই কম, কিন্তু কার্যকর- তাঁর ফুটওয়ার্ক খুবই সহজ, জটিল নয়।
৪. নতুন শট খেলতেও পিছপা হন না- আগ্রাসী মানসিকতায় ভরপুর।
৫. পাওয়ার-হিটিং অসাধারণ- বল ব্যাটে লাগার শব্দ শুনলেই বোঝা যায়, কতটা শক্তি দিয়ে মারেন। সাঙ্গাকারার ভাষায়, এই শব্দ ‘গানশট’-এর মতো।
ভিডিওর শেষে সাঙ্গাকারা বলেন, বৈভব সূর্যবংশীর মধ্যে একটি আধুনিক টি-টোয়েন্টি ব্যাটারের সব গুণই রয়েছে। সময়, টেম্পারামেন্ট, শট রেঞ্জ এবং পাওয়ার। সবকিছু মিলিয়ে এই বিস্ময় কিশোরকে সামলানো যে কোনও বোলারের পক্ষেই কঠিন হয়ে উঠবে।
আরও পড়ুন সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন বৈভব, ছক্কার বন্যায় কাড়লেন ইংরেজদের ঘুম!
বৈভব সূর্যবংশী এই মুহূর্তে শুধুই প্রতিভাবান নন, বরং ভবিষ্যতের বড় তারকা হয়ে উঠতে চলেছেন, তা যেন সাঙ্গাকারার ভিডিও থেকেই স্পষ্ট।