/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/01/ErQ2NSkVEAAx0fI_copy_760x422.jpeg)
চোটে বিপর্যস্ত ভারত। এবার সেই তালিকায় যুক্ত হল আরো দুই নাম- ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। ব্যাট করার সময় প্যাট কামিন্সের শর্ট বল পন্থের কনুইয়ে আছড়ে পড়ে। তাঁর জায়গায় দ্বিতীয় ইনিংসে সুপার সাব হিসাবে কিপিং করছেন ঋদ্ধিমান সাহা।
পূজারার সঙ্গে ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন পন্থ। ছন্দেই ছিলেন তিনি। তবে কামিন্সের একটি শর্ট বল টাইমিংয়ে হেরফের ঘটিয়ে মিস করে বসেন তিনি। সেই বল কনুইয়ে আঘাত করে। সঙ্গেসঙ্গেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।
আরো পড়ুন: অবিশ্বাস্য! মাঝমাঠ থেকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট জাদেজার, স্মিথ চমকে গেলেন
ফিজিও ছুটে আসেন মাঠে। তারপর সামান্য শুশ্রূষা নিয়ে খেলা চালুও করেন। তবে নিজের ছন্দ হারিয়ে ফেলেন তিনি। শেষমেশ ৬৭ বলে ৩৬ রান করে আউট হয়ে যান। ভারতও ২৪৪-এ গুটিয়ে যায়।
Ouch! Pant cops one on the elbow #AUSvINDpic.twitter.com/26SAgfh6mV
— cricket.com.au (@cricketcomau) January 9, 2021
চলতি টেস্টে পন্থের কিপিং সমালোচনার জন্ম দিয়েছে। সিরিজ শুরুর আগে ঋদ্ধিমানই ফার্স্ট চয়েস কিপার ছিলেন। তবে পন্থকে ব্যাটিং দক্ষতার জন্য সুযোগ দেওয়া হয়।
Rishabh Pant was hit on the left elbow while batting in the second session on Saturday. He has been taken for scans. #AUSvINDpic.twitter.com/NrUPgjAp2c
— BCCI (@BCCI) January 9, 2021
এদিকে পন্থের সঙ্গেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন রবীন্দ্র জাদেজাও। স্টার্কের একটা শর্ট বলে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। জাদেজা। তবে তিনি ব্যাটিং চালিয়ে যান। ভারতীয় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত তিনিই অপরাজিত থাকেন ৩৭ বলে ২৮ রান করে। প্রথম ইনিংসে নায়ক ছিলেন জাদেজা। অজিদের ৪জনকে আউট করার পাশাপাশি স্টিভ স্মিথকে দুরন্ত থ্রোয়ে রান আউট করেন। এখন দেখার দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করেন কিনা। এখনো পর্যন্ত তিনি ফিল্ডে নামেননি। পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছেন মায়াঙ্ক আগারওয়াল।
অস্ট্রেলিয়া সফরে ভারতীয়দের তাড়া করছে চোট আঘাতের রেলগাড়ি। সফরে আসার আগেই চোট পেয়ে বসেছিলেন ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, রোহিত শর্মাদের মত তারকারা। টুর্নামেন্ট চলাকালীন আহত হয়েছেন মহম্মদ শামি, উমেশ যাদব এবং এদিন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলিও দেশে ফিরে গিয়েছেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে। কঠিন সময়ে বুমরা-অশ্বিনরা টিমকে ম্যাচে ফেরাতে পারেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন