/indian-express-bangla/media/media_files/2024/12/15/0II5i0lRxfG3CWK2fCwR.jpg)
Ravindra Jadeja angry after Mohammed Siraj wild throw Brisbane Test: সিরাজের থ্রোয়ে আহত জাদেজা (টুইটার, স্ক্রিনগ্র্যাব)
Brisbane Test: Ravindra Jadeja Injured By Mohammed Siraj's Throw in Brisbane test: ব্রিসবেন টেস্ট চলছে, তার মধ্যেই মহম্মদ সিরাজের ওপর রেগে গেলেন অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। সিরাজ খুব জোরে থ্রো করেছেন। তাতে জাদেজা হাতে চোট পেয়েছেন। আর, তাতেই তিনি সিরাজের ওপর ক্ষুব্ধ।
জাদেজা সেই সময় নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন। চোট লাগার পর সিরাজের সঙ্গে কথা কাটাকাটি হয়। পার্থ এবং এডিলেড টেস্ট ম্যাচে জাদেজা খেলেননি। ওই দুই ম্যাচে ভারতের স্পিন আক্রমণ সামলেছেন পার্থে ওয়াশিংটন সুন্দর এবং এডিলেডে রবিচন্দ্রন অশ্বিন।
রবিবার সিরাজের থ্রো-এ জাদেজার চোট পাওয়ার ঘটনাটি ঘটে ৬৩তম ওভারের ষষ্ঠ বলে। জাদেজা বাইরের দিক লক্ষ্য করে বল করেন। সেই বলই ট্র্যাভিস হেড পয়েন্টের দিকে পাঠান। সিরাজ ফিল্ডার ছিলেন। তিনি ধরে নন-স্ট্রাইকার এন্ডের দিকে ছুড়ে দেন। তাতে জাদেজার হাতে আঘাত লাগে।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) December 15, 2024
রবীন্দ্র জাদেজা ২য় দিন চা বিরতির আগে অবধি কোনও উইকেট পাননি। ব্রিসবেনে চলতি টেস্ট ম্যাচে তিনি এখনও পর্যন্ত দাগ কাটতে পারেননি। বাঁহাতি স্পিনার ১৪ ওভার বল করে ২টি মেডেন নিয়ে ৬৫ রান দিয়েছেন। প্রতি ওভারে দিয়েছেন গড়ে ৪.৬৪ রান। যা, প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি।
জসপ্রীত বুমরার বোলিংয়ের ওপর টিম ইন্ডিয়া বরাবরই অতিরিক্ত নির্ভর করে। বুমরা শুরুতে উসমান খাজা ও নাথান ম্যাকসুইনিকে আউট করে দিনের শুরুটা করেন। প্রথম দুই সেশনে কোনও উইকেট পাননি আকাশদীপ ও মহম্মদ সিরাজ। নীতীশকুমার রেড্ডি ৫৫ বলে ১২ রান করা মার্নাস লাবুসেনকে আউট করেছেন।
আরও পড়ুন: মাথায় বল লেগেই মাঠেই ফ্ল্যাট টিম ইন্ডিয়া কোচ! ব্রিসবেন টেস্টের সময়েই চরম দুর্ঘটনা
এসব দেখে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন খেলোয়াড় আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেছেন যে, ভারতীয় দল প্রতিটি টেস্ট ম্যাচে নতুন স্পিনার খেলাতে চাইছে। তিনি ব্রিসবেনে রবীন্দ্র জাদেজাকে নেওয়ার কড়া সমালোচনা করেছেন।
মজা করে চোপড়া বলেছেন, এই দলে যদি কুলদীপ যাদব থাকত, তবে তিনিই চতুর্থ টেস্ট খেলতেন। এই ব্যাপারে আকাশ চোপড়া বলেন, 'প্রথম একাদশ বদলেছে। আমরা মনে করছিলাম যে, দুটো পরিবর্তন হবে। একটাতে নিশ্চিত ছিলাম, আকাশদীপ এবার হর্ষিত রানার জায়গায় খেলবে। আরেকটা জায়গা নিয়ে জল্পনা চলছিল, কে খেলবে? অশ্বিন, জাদেজা না সুন্দর? মনে হচ্ছে ওঁরা প্রতিটি টেস্ট ম্যাচেই একজন নতুন স্পিনার খেলাতে চায়।'
'প্রথমটিতে ওয়াশি খেলেছে, অশ্বিন খেলেছে দ্বিতীয়টিতে, জাদেজা খেলছে তৃতীয়টিতে। কুলদীপ থাকলে হয়তো চতুর্থটিতে খেলত। আরও কোনও স্পিনার থাকলে খেলত পঞ্চম স্থানে।'