আগের ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। এবার দ্বিতীয় ম্যাচেও গিলের ব্যাটে অর্ধশতরান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৩৮ রানের জবাবে ভারত দিনের শেষে ৯৬/২। গিল (৫০), রোহিত শর্মা (২৬) দুজনেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ক্রিজে লড়ছেন ক্যাপটেন রাহানে (৫) এবং চেতেশ্বর পূজারা (৯)। প্রথম ইনিংসে ভারত এখনো পিছিয়ে ২৪২ রানে।
তার আগে স্মিথের সেঞ্চুরিতে ভর করেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৩৮ তোলে। স্মিথের পাশাপাশি অজি ব্যাটিং অর্ডারের অন্য তারকা মার্নাস লাবুশানেও ৯২ করে যান। এদিন সকালের সেশনেই জাদেজা জোড়া ঝটকা দিয়েছিলেন শতরানের আগে লাবুশানে এবং ওয়েডকে ফিরিয়ে। বুমরার ক্যামেরন গ্রিনকে আউট করে দেন। লাঞ্চের সময় অজিরা ছিল ২৪৯/৯।
আরো পড়ুন: অবিশ্বাস্য! মাঝমাঠ থেকে ডিরেক্ট থ্রোয়ে রান আউট জাদেজার, স্মিথ চমকে গেলেন
তারপর একপ্রান্ত আগলে স্মিথ শতরান করে দলকে টানলেও অস্ট্রেলীয় টেল এন্ডারদের গুটিয়ে দেন বুমরা, জাদেজা, সাইনিরা। মিচেল স্টার্ক কেবলমাত্র ২৪ করেন। অজি ব্যাটিং লাইন আপে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ক্যামেরন গ্রিন, নাথান লিয়ন এবং প্যাট কামিন্স। সবমিলিয়ে অভিষেকেই প্রথম ইনিংসে নভদীপ সাইনি ২ উইকেট শিকার করলেন। বুমরাও নিয়েছেন জোড়া উইকেট। জাদেজা ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল। ৪ শিকার তাঁর নামের পাশে। অশ্বিন প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেন।
ব্যাট করতে নেমে টি ব্রেকে ভারত বিনা উইকেটে সাজঘরে গিয়েছিল। তবে ফাইনাল সেশনেই জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে টিম ইন্ডিয়া। প্রথমে রোহিত হ্যাজেলউডের বলে কট এন্ড বোল্ড হয়ে যান। তার কিছুক্ষণ পরেই গিলকে আউট করেন প্যাট কামিন্স। তবে তার আগে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করে যান উঠতি তারকা।
আরো পড়ুন: উমেশ-শামিদের ‘মিস’ করছে ইন্ডিয়া, জোড়া হাফসেঞ্চুরিতে ভাল জায়গায় অজিরা
ভারতীয় প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন