Advertisment

কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছেন কোহলিরা

এদিনও টসে জয় পেল অস্ট্রেলিয়া। তবে প্রথম দু-ম্যাচের মতো শুরুতে বোলিং নয়। আগে ব্যাটিং করবেন অ্যারন ফিঞ্চরা। কোহলিরা আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

অনুশীলনে বুমরা (টুইটার)

বাপু নাদকার্নি প্রয়াত হয়েছেন ৪৮ ঘণ্টা আগে। প্রবাদপ্রতিম স্পিনারের শ্রদ্ধার্ঘ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কালো আর্মব্য়ান্ড পরে খেলতে নামার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Advertisment

এদিকে, এদিনই টসে জয় পেল অস্ট্রেলিয়া। তবে প্রথম দু-ম্যাচের মতো শুরুতে বোলিং নয়। আগে ব্যাটিং করবেন অ্যারন ফিঞ্চরা। কোহলিরা আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ঋষভ পন্থ ফিরলেও বাইরে বসিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন আজ ধোনিকে পেরিয়ে যাওয়ার দিন কোহলির, ক্যাপ্টেনের নজর সেদিকেই

আগের ছকেই লোকেশ রাহুল উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। এর সুবিধা হল, ভারত অতিরিক্ত একজন ব্য়াটসম্যানকে খেলাতে পারছে প্রথম একাদশে। কোহলি চেনা চিন্নাস্বামীতে খেলতে নামার আগে জানালেন, "পিচ একদম শুকনো খটখটে। এই পিচে রান ডিফেন্ড করা একটু কঠিন। সন্ধের দিকে হালকা শিশির থাকতে পারে। এদিন আমরা আগের ম্যাচের একাদশই খেলাচ্ছি।"

অস্ট্রেলিয়া আবার নিজেদের একাদশে একটি পরিবর্তন ঘটিয়েছে। কেন রিচার্ডসনের বদলে জোস হ্যাজেলউডকে খেলানো হচ্ছে।

আরও পড়ুন ধোনিকে নিয়ে বড় ঘোষণা সিএসকে মালিকের! ঘাম দিয়ে জ্বর ছাড়ল তারকার

ভারতীয় একাদশ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরা

অস্ট্রেলিয়া একাদশ- অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ,অ্যালেক্স ক্যারে, অ্যাস্টন অ্যাগার, প্য়াট কামিন্স, মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা

cricket Cricket Australia
Advertisment