India vs Bangladesh Football: ভারত বনাম বাংলাদেশ, কোথায়-কখন দেখবেন ফুটবলের মহাসংগ্রাম?

India vs Bangladesh Football Live Streaming: এই ম্যাচে আরও একবার ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রীকে নীল জার্সিতে দেখা যাবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।

India vs Bangladesh Football Live Streaming: এই ম্যাচে আরও একবার ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রীকে নীল জার্সিতে দেখা যাবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Football Team (1)

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল Photograph: (কৌশিক বিশ্বাস)

India vs Bangladesh Live Telecast: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আজ মহাসংগ্রাম। মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল (indian football team)। এই ম্যাচে আরও একবার ভারতীয় ফুটবলের তারকা সুনীল ছেত্রীকে নীল জার্সিতে দেখা যাবে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। 

Advertisment

এই ম্যাচের হাত ধরেই গ্রুপ পর্বে যাত্রা শুরু করতে চায় ভারত এবং বাংলাদেশ। অন্যদিকে, ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচও আপাতত জয় ছাড়া কিছু ভাবছেন না। একথা অস্বীকার করা যাবে না, এই ম্যাচে বাংলাদেশের তুলনায় ধারে এবং ভারে ভারতীয় ফুটবল দল অনেকটাই এগিয়ে রয়েছে। তবে মঙ্গলবার ৯০ মিনিটের লড়াইয়ে দুটো দল কেমন পারফরম্যান্স করে, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।  

Sunil Chhetri: সুনীলের প্রত্যাবর্তনে শাপমোচন, ৪৮৯ দিন পর জয়ের সরণীতে টিম ইন্ডিয়া

ভারত বনাম বাংলাদেশ, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার: একনজরে লাইভ স্ট্রিমিংয়ের যাবতীয় খুঁটিনাটি

Advertisment

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ কোথায় আয়োজন করা হচ্ছে?

ভারত বনাম বাংলাদেশ, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচটি শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।

India vs Maldives Live Streaming: মালদ্বীপের বিরুদ্ধে সুনীলের কামব্যাক ম্য়াচ, কখন-কোথায় দেখবেন? জেনে নিন

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ কখন থেকে শুরু হবে?

ভারত বনাম বাংলাদেশ, এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচটি মঙ্গলবার (২৫ মার্চ, ২০২৫) ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

দাদু হলেন 'বাবলু দা', জামাই সুনীল ছেত্রীর কাছ থেকে পেলেন সুসংবাদ

টেলিভিশনের পর্দায় কীভাবে দেখবেন, ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ?

ভারতীয় ফুটবল সমর্থকরা এই ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে উপভোগ করতে পারেন। ইতিমধ্যে ম্যাচের উত্তেজনা বাড়তে শুরু করেছে।

কোচের মেয়ের সঙ্গে প্রেম, পরে তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা! সুনীল ছেত্রীর প্রেমকাহিনী যেন সিনেমার মতো

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের লাইভ স্ট্রিমিং কীভাবে উপভোগ করতে পারবেন?

ভারত বনাম বাংলাদেশ: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের লাইভ স্ট্রিমিং জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পাবেন। তবে আপনার পর্যাপ্ত সাবস্ক্রিপশন থাকতে হবে।

প্রথম ম্যাচ থেকে অবসর পর্যন্ত, সুনীল ছেত্রীর অসাধারণ কেরিয়ার একনজরে

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ফুটবল স্কোয়াড: 

অমরিন্দর সিং, গুরমীত সিং, বিশাল কাইথ, আশিস রাই, বরিস সিং, চিঙ্গলসানা সিং, হামিংথানমাওয়াইয়া, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিংগান, শুভাশিস বোস, আশিক কুরুনিয়ান, আয়ুশ দেব ছেত্রী, উদান্ত সিং, ব্রাইসন ফার্নান্ডেজ, জিকসন সিং, লালেনমাওয়াইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, সুরেশ সিং ওয়াংজাম, সুনীল ছেত্রী, ফারুক চৌধুরি, ইরফাম ইয়াওয়াড, মনবীর সিং, ম্যাককার্টন লুইস জ্যাকসন।

Sunil Chhetri-Virat Kohli: অবসরের আগে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটারকে ফোন সুনীল ছেত্রীর! পুরোটাই ফাঁস করলেন অবশেষে

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ফুটবল স্কোয়াড

মিতুল মর্ম, সুজন হোসেন, মেহদি হাসান শ্রাবণ, শাকিল আহাদ, শাকিল হোসেন, রহমত মিয়াঁ, ইশা ফয়জল, মহম্মদ তাজউদ্দিন, তারেক রাইহান কাজি, তপু বর্মা, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মহম্মদ রিদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মহম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, দেওয়ান চৌধুরি, ফয়জল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মহম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।

Sunil Chhetri Live Streaming Football Bangladesh Indian Football indian football team