India vs England: কেমন হবে এজবাস্টনের উইকেট, আদৌ ২০০ রান টপকাতে পারবে ভারত?

Edgbaston Pitch Report: ভারত এবং ইংল্যাান্ডের মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচটি এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট দলের জন্য এই ম্য়াচে জয় অত্যন্ত প্রয়োজনীয়।

Edgbaston Pitch Report: ভারত এবং ইংল্যাান্ডের মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচটি এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। ভারতীয় ক্রিকেট দলের জন্য এই ম্য়াচে জয় অত্যন্ত প্রয়োজনীয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Edgbaston Pitch Report

কেমন হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচের উইকেট, দেখে নিন

India Vs England 2nd Test, Edgbaston Pitch Report: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আপাতত ৫ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্য়াচটি বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জন্য এই ম্য়াচে জয় অত্যন্ত প্রয়োজনীয়। কারণ সিরিজের প্রথম ম্য়াচটা হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। আর সেকারণেই এজবাস্টনে আয়োজিত এই ম্য়াচটা জিতে টিম ইন্ডিয়া সিরিজে কামব্যাক করতে চাইবে। আগামী ২ জুলাই থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে। একথা বলা যেতেই পারে, এজবাস্টনের উইকেট ব্যাট এবং বলের মধ্যে জোর টক্কর দেখতে পাওয়া যাবে।

Advertisment

বোলার না ব্যাটার, এজবাস্টনের উইকেটে কারা করবেন রাজত্ব?

ভারত এবং ইংল্যাান্ডের মধ্যে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচটি এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। এই স্টেডিয়ামে সচরাচর ব্যাটারদের দাপটই বেশি দেখতে পাওয়া যায়। প্রথম ২-৩ দিন এজবাস্টনের উইকেট ব্যাটিং সহায়ক হয়ে থাকে। তবে আকাশ মেঘলা থাকলে পেস বোলাররা কিছুটা অন্তত সাহায্য পেতে পারেন। কিন্তু, এই উইকেট যে ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য, তা বলা যেতেই পারে।

Indian Cricket Team Video: অনুশীলনেই ধুন্ধুমার ঝামেলা, একে অপরের দিকে তেড়ে গেলেন ভারতীয় ক্রিকেটাররা! ভাইরাল ভিডিও

Advertisment

এজবাস্টনের পরিসংখ্যানও ব্যাটারদের পক্ষেই

এজবাস্টনের এই উইকেটে এখনও পর্যন্ত ৬০ টেস্ট ম্য়াচ খেলা হয়েছে। ইতিমধ্যে যে দল এই উইকেটে প্রথম ইনিংসে ব্যাট করেছে তারা গড়ে ৩০২ রান করেছে। দ্বিতীয় ইনিংসেও ব্যাটারদের আধিপত্য দেখতে পাওয়া যায়। দ্বিতীয় ইনিংসেও গড় স্কোর ৩০২ রান। তবে চতুর্থ ইনিংসে এই উইকেটে ব্যাট করা বেশ মুশকিল হয়ে যায়। শেষ ইনিংসের গড় স্কোর ১৫৭ রান। এই মাঠে যে দল প্রথমে ব্যাট করতে নেমেছে, তারা ১৯ ম্য়াচে জয়লাভ করেছে। আর ২৩ ম্য়াচ জিতেছে, যারা টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে।

Indian Cricket Team: না কোনও বিমান, না টিম বাস! লোকাল ট্রেনে চড়ে প্রথম টেস্ট খেলতে গেল ভারত

এই সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এই ৫ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচটা হেডিংলে ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। খেলার প্রথম ৪ দিন তো টিম ইন্ডিয়াই চালকের আসনে বসে ছিল। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য টিম ইন্ডিয়া ২৭১ রানের বিশাল টার্গেট খাড়া করে। কিন্তু, ভারতীয় বোলারদের ব্যর্থতায় এই স্কোর তারা ডিফেন্ড করতে পাারেনি। ইংল্যান্ড অবশেষে এই ম্য়াচে জয়লাভ করে। আপাতত ব্রিটিশ ক্রিকেট দল এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

Indian Cricket Team India vs England