মঙ্গলবারই কাউন্টি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নামছে ভারত। ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়া এবার বিশ্বকাপজয়ী যশপাল শর্মার স্মরণে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছে। মঙ্গলবারই ডারহামে এমিরেটস রিভারসাইড স্টেডিয়ামে কাউন্টি একাদশের বিপক্ষে ভারত তিনদিনের প্রস্তুতি ম্যাচে খেলছে।
সেই ম্যাচে নামার আগেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, যশপাল শর্মার আকস্মিক মৃত্যুতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নামবে ভারত।
আরো পড়ুন: ইংল্যান্ডে আজই নামছেন কোহলিরা! কখন, কোন চ্যানেলে ম্যাচ, জেনে নিন বিস্তারিত
টিম ইন্ডিয়ার ছবি পোস্ট করে বোর্ডের ক্যাপশনে লেখা হয়, "যশপাল শর্মার স্মরণে টিম ইন্ডিয়া কালো আর্মব্যান্ড পরে খেলতে নামছে। ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গিয়েছিলেন। হেড কোচ রবি শাস্ত্রী ১৯৮৩ বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ওঁর সতীর্থ ছিলেন।" বোর্ডের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মায়াঙ্ক আগারওয়াল এবং রোহিত শর্মা ব্যাট করতে নামছেন ক্রিজে।
১৯৮৩ সালে ভারত কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই স্কোয়াডেই মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবে ছিলেন প্রয়াত যশপাল। জাতীয় দলের জার্সিতে ৩৭টি ওডিআই এবং ৪২টি টেস্ট খেলেছেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮৩ পর্যন্ত জাতীয় দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন তিনি। অবসরের পর নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন। পরে ২০০৮ সাল নাগাদ পুনরায় নির্বাচকের দায়িত্বে আসেন। ১৩ জুলাই আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি।
আরো পড়ুন: আমি ব্রাহ্মণ! রায়নার বিস্ফোরক ‘জাতিবিদ্বেষী মন্তব্যে’ চরম বিতর্ক, বিপদে তারকা
যাইহোক, কাউন্টি একাদশের বিপক্ষে ভারত বিশ্রাম দিয়েছে বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন বিশ্রামে থাকায় দলকে প্রস্তুতি ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা।
প্রস্তুতি এই ম্যাচকে প্রথম শ্রেণীর ম্যাচের মর্যাদা দেওয়া হয়েছে। টসে জিতে ভারত ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। শুভমান গিল চোটে ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে ওপেন করছেন মায়াঙ্ক আগারওয়াল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন