Advertisment

প্রথম টেস্টে বাদ জাদেজা! শার্দুল-সিরাজকে নিয়ে চমক ভারতের, রইল সম্ভাব্য একাদশ

India vs England 1st Test: শার্দুল ঠাকুরকে টিম ইন্ডিয়া সিমার-অলরাউন্ডার হিসাবে খেলাতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। সিরাজের দলে ঢোকাও প্রায় নিশ্চিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ট্রেন্টব্রিজে খেলতে নামছে দু-দল। তবে তার আগে ভারতের প্রথম একাদশ বাছাই নিয়ে টিম ম্যানেজমেন্ট বেশ সতর্ক। শুভমান গিলের পরে মায়াঙ্ক আগারওয়াল হঠাৎ প্ৰথম টেস্টের আগেই চোট পেয়ে বসায় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ। তবে বাংলার অভিমন্যু ঈশ্বরণ নন, কেএল রাহুলকেই রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে। এমনটাই খবর। মিডল অর্ডারে সম্ভবত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের কম্বিনেশনই অপরিবর্তিত থাকতে চলেছে। তবে বদলের সম্ভবনা রয়েছে বোলিংয়ে।

Advertisment

কোহলি আগেই জানিয়েছেন, সঠিক মানসিকতার ক্রিকেটারদেরই একাদশে জায়গা দেওয়া হবে। অন্যদিকে, সিরিজ শুরুর ঠিক আগেই অজিঙ্কা রাহানেও সোমবার প্রেস কনফারেন্সে ইঙ্গিত দিয়েছেন নতুন কম্বিনেশন দেখা যেতে পারে আসন্ন ইংল্যান্ড সিরিজে।

আরো পড়ুন: রাহানের চোট, বাদ কি পূজারা! প্রথম টেস্টের দল বাছাইয়ে প্রবল সমস্যায় ইন্ডিয়া

সোমবার রাহানে বলে দিয়েছেন, "পূজারা তিন নম্বরে ভালো করে এসেছে এতদিন। তবে টিম ম্যানেজমেন্ট নতুন কম্বিনেশন খেলাতে চাইছে। সেটা শীঘ্রই দেখা যাবে।"

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিরাজকে প্ৰথম টেস্টে একাদশে রেখেই দল সাজানো হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামে ভারত। এই তিন পেসারের একজনের পরিবর্তে অথবা একজন স্পিনারকে বসিয়ে চতুর্থ সিমার হিসাবে খেলানো হতে পারে।

আরো পড়ুন: BCCI-এর চাপে মাথা নোয়াল ইংল্যান্ড! বিতর্কিত কাশ্মীর লিগে নেই কোনো ইংরেজ ক্রিকেটার

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, টেস্টে হার্দিক পান্ডিয়াকে এখনই ভাবা হচ্ছে না। তবে সিমার অলরাউন্ডার হিসাবে শার্দুল ঠাকুরকেও প্রথম একাদশে খেলাতে পারেন কোহলি। যদি শার্দুলকে রাখা হয়। তাহলে রবীন্দ্র জাদেজাকে বাইরে বসতে হবে। একমাত্র স্পিনার থাকবেন অশ্বিন।

শেষবার যখন ভারত ট্রেন্টব্রিজে খেলেছিল হার্দিক পান্ডিয়া পাঁচ উইকেট দখল করেছিলেন। আর পেস সহায়ক উইকেটে চার পেসারে দল সাজিয়েছিল ভারত। এখন দেখার সিরাজকে সেই কম্বিনেশনেই দলে রাখা হয় কিনা। সিরাজ খেললে ইশান্ত শর্মা অথবা রবীন্দ্র জাদেজাকে বাইরে বসতে হবে।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ/রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket Cricket News England Virat Kohli Sports News Indian Cricket Team
Advertisment