শুক্রবার ভারত ৩ উইকেট ফেলে দিয়েছিল ইংল্যান্ডের। সিবলে, হাসিব হামিদকে পরপর বলে আউট করে সিরাজ ইংল্যান্ডকে জোর ধাক্কা দিয়েছিলেন। তারপরে দিনের শেষদিকে রোরি বার্নসকে ফিরিয়ে ভারতকে ম্যাচে রাখেন শামি। তৃতীয় দিনের ফার্স্ট সেশনেই ঝটকা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সিরাজ-বুমরারা। তবে ভারতীয়দের হতাশ করে চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো যোগ করে যান ২০৬ রান।
A wicket on the final ball of Day 3⃣ of the 2nd #ENGvIND Test & England are all out for 391, leading #TeamIndia by 27 runs.