/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/image-2021-08-14T220927.445_copy_1200x676.jpg)
ভারত: ৩৬৪/১০
ইংল্যান্ড: ৩৯১/১০
লর্ডসে একা খেললেন রুট। একাই কাঁদিয়ে ছাড়লেন ভারতীয় বোলারদের। বোলিংয়ে যেমন জেমস আন্ডারসন আলো ছড়িয়েই যাচ্ছেন। তেমনই ব্যাট হাতে নামলেই সিরাজ-শামিদের হৃদকম্প হচ্ছে। ট্রেন্টব্রিজের পর আরও একবার। লর্ডসে ফের একবার রুটের ব্যাট থেকে বেরোল দুরন্ত ১৮০ রানের ইনিংস। গোটা ইনিংসে তাঁকে আউটই করতে পারল না ভারতীয় বোলাররা। ইনিংস শেষে অপরাজিত থাকলেন তিনি।
যে ইনিংসে ভর করেই ইংল্যান্ড ভারতের প্ৰথম ইনিংসের রান পেরিয়ে গেল। ভারতের ৩৬৪ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে থামল ৩৯১ রানে, ২৭ রানের লিড নিয়ে। পুরোটাই স্রেফ রুটের ব্যাটে ভর করে।
আরও পড়ুন: ভারতের জার্সিতে কোহলিদের সঙ্গেই মাঠে অচেনা ইংরেজ, ভাইরাল ঘটনায় চাঞ্চল্য তুঙ্গে, দেখুন
শুক্রবার ভারত ৩ উইকেট ফেলে দিয়েছিল ইংল্যান্ডের। সিবলে, হাসিব হামিদকে পরপর বলে আউট করে সিরাজ ইংল্যান্ডকে জোর ধাক্কা দিয়েছিলেন। তারপরে দিনের শেষদিকে রোরি বার্নসকে ফিরিয়ে ভারতকে ম্যাচে রাখেন শামি। তৃতীয় দিনের ফার্স্ট সেশনেই ঝটকা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন সিরাজ-বুমরারা। তবে ভারতীয়দের হতাশ করে চতুর্থ উইকেটে রুট-বেয়ারস্টো যোগ করে যান ২০৬ রান।
A wicket on the final ball of Day 3⃣ of the 2nd #ENGvIND Test & England are all out for 391, leading #TeamIndia by 27 runs.
4⃣ wickets for @mdsirajofficial
3⃣ wickets for @ImIshant
2⃣ wickets for @MdShami11
180* for Joe Root
Scorecard 👉 https://t.co/KGM2YELLdepic.twitter.com/gqXOIUqwhl— BCCI (@BCCI) August 14, 2021
লাঞ্চের পরে বেয়ারস্টোকে ফেরান মজম্মদ সিরাজ। তারপরে জস বাটলারের সঙ্গে পঞ্চম উইকেটে আরও ৬৪ রান যোগ করেন ক্যাপ্টেন।
আরও পড়ুন: লর্ডসের মাঠেই আক্রান্ত রাহুল! তুমুল অসভ্যতা ইংরেজদের, দেখুন তোলপাড় ভিডিও
ভারতের মত ইংল্যান্ডের টেলএন্ডাররাও সেভাবে নজর কাড়তে পারলেন না। মঈন আলি (২৭) বাদে বাকিরা ভারতের মাথাব্যথা বাড়াতে পারলেন না- স্যাম কুরান (০), অলি রবিনসন (৬), মার্ক উড (৫) এবং জেমস আন্ডারসন (০)।
সিরাজ সবমিলিয়ে ৪টে শিকার করলেন। ইশান্ত এবং শামির সংগ্রহে যথাক্রমে ৩টে এবং ২টো উইকেট। প্ৰথম টেস্টে ৯ উইকেট নেওয়া বুমরা লর্ডস টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেন।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us