ডিআরএস রিভিউয়ের সঙ্গে বিরাটের সখ্যতা মোটেই ভালো নয়। নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিরাট অধিকাংশ ক্ষেত্রেই বোলার অথবা উইকেটকিপারের ওপর ভরসা করতে হয়। চলতি ইংল্যান্ড সিরিজেও সেই ট্রেন্ড অব্যাহত।
প্রথম টেস্টেও সিরাজের ওপর ভরসা করে ডুবতে হয়েছিল। জো রুটকে আউট করার জন্য ভুল রিভিউ নেন কোহলি। সিরাজের বল রুটের প্যাডে আছড়ে পড়তেই আম্পায়ার নটআউটের সিদ্ধান্ত দেন। তারপরেই কোহলিকে ডিআরএস নেওয়ার আবেদন জানান তারকা। যদিও অপচয় হয় মূল্যবান রিভিউয়ের।
আরও পড়ুন: আগুন জ্বালিয়ে লর্ডসে হ্যাটট্রিকের সুযোগ! সিরাজের গোলায় ‘ভাঙচুর’ হামিদের স্ট্যাম্প, দেখুন ভিডিও
লর্ডসে একইভাবে রিভিউ নষ্টের কান্ড ঘটালেন কোহলিরা। সিরাজ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন পরপর দু-বলে জোড়া উইকেট শিকার করে। প্ৰথমে সিরাজের বলে ডম সিবলে শর্ট মিড উইকেটে ক্যাচ আউট হন। তারপরের বলেই হাসিব হামিদ বোল্ড হয়ে যান। সিরাজ এরপরে ক্যাপ্টেন রুটকেও বিব্রত করতে থাকেন। ইংল্যান্ডের ইনিংসের ২১ তম ওভারের ঘটনা। সিরাজের বল ফের একবার আছড়ে পড়ল রুটের প্যাডে। স্লিপে দাঁড়ানো ফিল্ডারদের সঙ্গে আউটের আবেদন করেন সিরাজও। তবে আম্পায়ার ভারতীয়দের সেই আবেদন নাকচ করে দেন।
তবে সিরাজ কোহলিকে রিভিউ নেওয়ার জন্য আর্জি জানান। সিরাজের কথায় কোহলি রিভিউ নিতেই সমস্যা। দেখা যায় অফস্ট্যাম্পের বাইরে বল পিচ করেছে। প্ৰথম রিভিউ এভাবেই নষ্ট হয়।
একই কাণ্ডের পুনরাবৃত্তি ২৩ তম ওভারে। এবারেও আম্পায়ার ভারতীয়দের আবেদনে কর্ণপাত করেননি। তবে সিরাজ এবার আর কোহলিকে রিভিউ নিতে সেভাবে পীড়াপীড়ি করেননি।
কোহলি রিভিউ নিতে চাইলেও ঋষভ পন্থ আবার বারবার রিভিউ না নিতে আর্জি করেন। লম্বা আলোচনা হয় মাঠের মধ্যেই। তবে পন্থের কথায় পাত্তা না নিয়ে কোহলি রিভিউয়ের পথে হাঁটতেই সমস্যা। রিভিউয়ে স্পষ্ট দেখা যায় আউট নয়। পন্থ কার্যত অবাক হয়ে যান বারবার জানানো সত্ত্বেও কোহলি রিভিউ নেওয়ায়।
আরও পড়ুন: কুৎসিতভাবে টানা ব্যর্থ রাহানে-পূজারা! লর্ডসে কেলেঙ্কারির পরে এবার সোচ্চার গাভাসকার
কয়েক ওভারের ব্যবধানে জোড়া রিভিউ নষ্ট করে বেশ চাপে পড়ে যায় ভারত। ইন্ডিয়ার ৩৬৪ রানের জবাবে ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ১১৮/৩-এ। শেষবেলায় রোরি বার্নসকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা দিয়েছেন মহম্মদ শামি। হাফসেঞ্চুরির মুখে থাকা রুটের সঙ্গে ব্যাট করছেন জনি বেয়ারস্টো।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন