India vs England 2025 Test Series: অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) রবিবার বলেছেন, ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া শুভমান গিলের (Shubman Gill) মতো একজন তরুণ ক্রিকেটারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। তবে তিনি এও বলেন, গিলের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যদি তিনি এই সফরে ক্যাপ্টেন্সিতে সাফল্য পান, তবে তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
শনিবার শুভমান গিলকে রোহিত শর্মার জায়গায় ভারতের নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়া হয়েছে। রবিবার ‘সোনি স্পোর্টস নেটওয়ার্ক’-এর আয়োজিত এক অনলাইন আলোচনায় পুজারা বলেন, “আপনি নবীন হন বা অভিজ্ঞ, যখন বিদেশে ক্যাপ্টেন্সি করতে যান, তখন সেটা সবসময়ই বড় চ্যালেঞ্জ হয়। ইংল্যান্ডে গিলের জন্য শুরুটা সহজ হবে না, কিন্তু এটা তাঁর জন্য দারুণ সুযোগ। যদি তিনি ভাল নেতৃত্ব দেন, তাহলে আত্মবিশ্বাস অনেক বাড়বে।”
আরও পড়ুন অধিনায়ক হওয়ার পর প্রথমবার মুখ খুললেন শুভমান, হৃদয় ছুঁয়ে গেল প্রত্যেকটা কথা
পুজারা আরও বলেন, “আমরা শুনেছি বুমরাহ ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলতে পারবেন না, সেই কারণেই গিলকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। যখন তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তখন বোঝাই যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা ভাবছেন, ভবিষ্যতে সে দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিতে পারে।”
আরও পড়ুন কেন শুভমানকেই অধিনায়ক বাছলেন আগরকর? সামনে এল আসল কারণ
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২০ জুন, লিডসে। পুজারা বলেন, “একজন ব্যাটার হিসেবেও গিলের ওপর বড় দায়িত্ব থাকবে, তবে আমি নিশ্চিত যে ওঁর মধ্যে যে প্রতিভা আছে, তা দিয়ে সে ইংল্যান্ডে সফল হবে। ক্যাপ্টেন্সি তাঁকে আরও ভাল পারফরম্যান্স করতে অনুপ্রাণিত করবে। আমি নিশ্চিত নই ক্যাপ্টেন হওয়া ওঁর ব্যাটিং পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, কিন্তু এখন পর্যন্ত তিনি সবসময়ই দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।”