/indian-express-bangla/media/media_files/2025/06/18/indian-cricket-team-practice-2025-06-18-20-55-04.jpg)
অনুশীলন করছে ভারতীয় ক্রিকেট দল
India vs England: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে। আগামী ২০ জুন থেকে লিডসের হেডিংলে ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্য়াচ আয়োজন করা হবে। ম্যাচ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) লিডসে জমিয়ে অনুশীলন সারল। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে টিম ইন্ডিয়া ১৭ জুন লন্ডন থেকে লিডসে চলে এসেছে। বুধবার অর্থাৎ ১৮ জুন হেডিংলেতে প্রথমবার ট্রেনিং সেশনে নামল। কিন্তু, এই ট্রেনিং সেশনে একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
আসলে ফিল্ডিং ড্রিলস করার সময় কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংয়ের সঙ্গে ফিল্ডিং কোচ টি দিলীপের সঙ্গে সামান্য তর্কাতর্কি হয়। ভিডিওয় দেখতে পাওয়া গিয়েছে, কুলদীপ এবং জাদেজা ব্যাপারটা নিয়ে অত্যন্ত মাথা গরম করে ফেলেছেন এবং চিৎকার করছেন।
IND vs ENG: ইংল্যান্ডে যাওয়ার আগেই বুমরাহকে নিয়ে 'বড় সিদ্ধান্ত', গম্ভীরের গোপন চালে হতবাক সবাই!
সেইসঙ্গে তাঁরা টি দিলীপের দিকে এগিয়ে আসেন। তাঁদের সঙ্গে সিরাজ এবং আর্শদীপও ছিলেন। এরপর সবাই মিলে কোচকে কিছু একটা বলছিলেন। অন্যদিকে, দিলীপও তাঁদের কিছু একটা বোঝানোর চেষ্টা করছিলেন। কিছুক্ষণের মধ্যে দলের বাকি ক্রিকেটাররাও জড়ো হয়ে যান। ব্যাপারটা নিয়ে হাওয়া যে যথেষ্ট গরম হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
IND vs ENG: ইংল্যান্ডের মাটিতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড কোন ভারতীয়র? বিরাট বা রোহিত নয়, তাহলে কে?
দেখে নিন সেই ভাইরাল ভিডিও:
Team India ke fun kalesh over throwing session 🤣🤣 pic.twitter.com/TI5px9SZBr
— Subhayan Chakraborty (@CricSubhayan) June 18, 2025
তবে এরপরই আসল রহস্যটা ফাঁস হয়ে যায়। আসলে ভারতীয় ক্রিকেটাররা অনুশীলন চলাকালীন ফিল্ডিং কোচের সঙ্গে নেহাতই মজা করছিলেন। কারণ, কিছুক্ষণের মধ্যেই সবাই হো-হো করে হেসে ওঠেন। এরপর সবাই ফিরে যান নিজের জায়গায়। আবারও শুরু হয় অনুশীলন।
রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে জসপ্রীত বুমরাহ
এই সিরিজটা যে টিম ইন্ডিয়ার কাছে খুব একটা সহজ হবে না, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। কারণ একটাই। এই দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকা ক্রিকেটার। এই তিনজন ক্রিকেটারই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। দলে আপাতত অভিজ্ঞ ক্রিকেটার বলতে রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। বিদেশের উইকেটে জাদেজার বল কতখানি টার্ন করবে, তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তবে একটি বড়সড় রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার পেস ব্যাটারি জসপ্রীত বুমরাহ।
বুমরাহ এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ৩৭ উইকেট শিকার করেছেন। এই সিরিজে তিনি যদি আর ১৫ উইকেট শিকার করতে পারেন, তাহলে মোট ৫২ উইকেট তাঁর ঝুলিতে চলে আসবে। আর সেক্ষেত্রে তিনি ইশান্ত শর্মার রেকর্ড ভেঙে সর্বাধিক উইকেট শিকারী হিসেবে নাম লেখাতে পারবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত গত বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের এই আগুন পেসার ৫ ম্য়াচের টেস্ট সিরিজে মোট ৩২ উইকেট শিকার করেছিলেন।