/indian-express-bangla/media/media_files/2025/06/18/Harshit Rana-fe8f3b96.jpg)
India vs England 2025: ভারতীয় টেস্ট দলে বিকল্প হিসেবে ঢুকলেন পেসার হর্ষিত রানা
India vs England Test Series 2025: ইংল্যান্ড (India vs England) সিরিজের বল গড়ানোর আগেই টিম ইন্ডিয়ায় (Indian Cricket Team) নতুন প্লেয়ারের এন্ট্রি। হেড কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কাছের লোক এবার শেষবেলায় সুযোগ পেলেন ভারতীয় ক্রিকেট টিমে। ভারতীয় টেস্ট দলে বিকল্প হিসেবে ঢুকলেন পেসার হর্ষিত রানা (Harshit Rana)। তিনি দলের বাকি সদস্যদের সঙ্গে ট্রেনে করে লিডস পৌঁছেছেন, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ জুন থেকে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বছর করেছিলেন টেস্টে অভিষেক
হর্ষিত রানা ভারত ‘এ’ দলের অংশ ছিলেন এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ক্যান্টারবুরিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। দীর্ঘদেহী এই পেসার গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অভিষেক করেছিলেন। তবে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৮ জনের মূল স্কোয়াডে তাঁকে রাখা হয়নি।
কভার স্কোয়াড হিসেবে সুযোগ
২৩ বছর বয়সী দিল্লির এই ক্রিকেটার এখন পর্যন্ত দুইটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। BCCI-এর এক সূত্র জানিয়েছেন, “তাঁকে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আজ তিনি দলের সঙ্গে লিডস পৌঁছেছেন।”
আরও পড়ুন ইংল্যান্ড সিরিজে কেন তাঁর বদলে শুভমান ক্যাপ্টেন? অবশেষে কারণটা নিজেই জানালেন বুমরাহ
লন্ডন থেকে লিডসের যাত্রা
রানাকে দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে লিডস ট্রেন স্টেশন থেকে বের হতে দেখা যায়। গোটা দলই লন্ডন থেকে ট্রেনে চেপে লিডস এসেছে। হেডিংলিতে ২০ জুন শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। তার আগে ভারত এ দলের বিপক্ষে বেকেনহ্যামে একটি ইন্ট্রা-স্কোয়াড ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। সেটিই ছিল সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ।
২০ জুন শুরু টেস্ট সিরিজ
এর আগে লোকেশ রাহুল, করুণ নায়ার, যশস্বী জয়সোয়াল, শার্দুল ঠাকুর, ধ্রুব জুরেল এবং নীতীশ রেড্ডির মতো খেলোয়াড়েরা ভারত ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছেছিলেন। তাঁরা সবাই ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’-র ম্যাচে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন এটাই শেষ সুযোগ, হাতছাড়া হলেই বাদের খাতায় এই ভারতীয় ক্রিকেটার!