রবিচন্দ্রন অশ্বিনকে ফের বাইরে রাখল টিম ইন্ডিয়া। শার্দুল ঠাকুরের হ্যামস্ট্রিংয়ে চোটেও জায়গা মিলল না তারকা স্পিনারের। শার্দূলের পরিবর্তে প্রথম একাদশে টিম ম্যানেজমেন্ট ফিরিয়ে আনল ইশান্ত শর্মাকে।
লর্ডস টেস্টে বাকি একাদশ ভারতের অপরিবর্তিত রয়েছে। ম্যাচের একদিন আগেই অশ্বিনকে যে খেলানো হবে না, তাঁর ইঙ্গিত দিয়ে ক্যাপ্টেন কোহলি বলে দিয়েছিলেন, “কয়েকটা রানের জন্য শার্দূলের বদলে কাউকে স্রেফ গুঁজে দেওয়া হবে না। বরং আমাদের কাছে বিপক্ষের ২০ উইকেট তোলা বেশি গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: ব্যাট হাতে টানা ব্যর্থ পূজারা-রাহানে! সরাসরি এবার মুখ খুললেন কোহলি
চেতেশ্বর পূজারা বারংবার ব্যর্থ হলেও লর্ডস টেস্টেও তাঁকে রেখেই দল গড়েছে ভারত। রাহান এবং পূজারার ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হলেও কোহলির বক্তব্য ছিল, “আমার মনে হয় না এটা খুব একটা চিন্তার কারন। ব্যক্তিগতভাবে কে কোন পজিশনে রয়েছে, সেটার বদলে দলগতভাবে তাঁরা দলে কতটা অবদান রাখতে পারেন, সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে ভারতের একাদশ একই থাকলেও ইংল্যান্ড একাদশে তিনটে পরিবর্তন ঘটেছে। জ্যাক ক্রলি, ড্যান লরেন্স এবং স্টুয়ার্ট ব্রডের জায়গায় রাখা হয়েছে মঈন আলি, হাসিব হামিদ এবং মার্ক উডকে। স্টুয়ার্ট ব্রড চোটের কারণে বাদ পড়লেও, বাকি দুজনকে পারফরম্যান্স জনিত কারণে বাইরে রাখা হয়েছে। সংশয় থাকলেও জেমস আন্ডারসন খেলছেন লর্ডসে।
আরও পড়ুন: আইসিসি পয়েন্ট কাটল ইন্ডিয়ার! তীব্র অখুশি কোহলি, জানালেন প্রকাশ্যেই
টসে জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড নেতা জো রুট। বৃষ্টির কারণে টসে এদিন বিলম্ব ঘটে। মেঘলা আবহাওয়ায় টসে জিতে বোলিং করার সুযোগ হাতছাড়া করতে চায়নি ইংল্যান্ড।
ভারতের প্রথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন