IND vs ENG Shubman Gill: সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের

Shubman Gill Controversy: এই ম্য়াচের চতুর্থ দিন শুভমান গিল যখন টিম ইন্ডিয়ার ইনিংস ডিক্লেয়ার করছিলেন, সেইসময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিতে শুভমানকে কালো রংয়ের একটি Nike কিট পরে দেখতে পাওয়া গিয়েছে।

Shubman Gill Controversy: এই ম্য়াচের চতুর্থ দিন শুভমান গিল যখন টিম ইন্ডিয়ার ইনিংস ডিক্লেয়ার করছিলেন, সেইসময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিতে শুভমানকে কালো রংয়ের একটি Nike কিট পরে দেখতে পাওয়া গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill Declare

নয়া বিতর্কে জড়ালেন শুভমান গিল

Shubman Gill: এজবাস্টন টেস্টের জোড়া ইনিংসেই বিধ্বংসী ব্য়াটিং করলেও সামান্য ভুল করে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল। একটি গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙে ফেলেছেন তিনি। শুভমান নিজের অজান্তেই এমন একটি ভুল করে ফেলেছেন, যাতে ২৫০ কোটি টাকার চুক্তি অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন এক নয়া বিতর্কের জন্ম হয়েছে। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

এই ম্য়াচের চতুর্থ দিন শুভমান গিল যখন টিম ইন্ডিয়ার ইনিংস ডিক্লেয়ার করছিলেন, সেইসময় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিতে শুভমানকে কালো রংয়ের একটি Nike কিট পরে দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে, বিসিসিআই-এর যাবতীয় কিট স্পনসর করে Adidas। এবার এটা নিয়েই ঝামেলা শুরু হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, এমন কাজ করা কি শুভমানের আদৌ ঠিক হয়েছে? বইতে শুরু করেছে সমালোচনার ঝড়।

IND vs ENG Day 5 Updates: 'তুমিই একেবারে যোগ্য', ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর 'প্রিন্স'কে শুভেচ্ছা কিং কোহলির

অ্যাডিডাসের সঙ্গে চুক্তি হওয়ার পরও অধিনায়ক শুভমান গিলকে প্রকাশ্যে নাইকির গেঞ্জি পরতে দেখা গিয়েছে। এই ঘটনায় অ্যাডিডাস প্রশ্ন তুলতেই পারে। এমনকী, চাইলে বিসিসিআইকে নোটিশ পর্যন্ত পাঠাতে পারে। এখানেই শেষ নয়। গোটা বিষয়টা আদালত পর্যন্তও গড়াতে পারে। এই ব্যাপারে অ্যাডিডাস সংস্থার পক্ষ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয় কি না, সেটাই আপাতত দেখার। 

Advertisment

Sourav Ganguly on Shubman Gill: 'আমার দেখা সেরা ইনিংস...', শুভমানের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

গিলের সঙ্গে নাইকির সম্পর্ক কোথায়?

এখন প্রশ্ন হল, শুভমান গিলের সঙ্গে নাইকি সংস্থার সম্পর্কটা ঠিক কোথায়? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুভমান NIKE-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হয়ত সেকারণেই তাঁর কাছে নাইকির গেঞ্জি ছিল। আরও একটা থিওরি উঠে আসছে। ব্র্যান্ড অ্যাম্বাসাডার থাকাকালীন যদি কোনও ক্রিকেটার এমন কাজ করেন, তাহলে এটাকে কোনও ভুল হিসেবে ধরা হয় না। সেকারণে এই ব্যাপারে শুভমান গিলকে কোনও জবাবদিহিও করতে হবে না। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে করতে হতে পারে।

Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল

২০২৩ সালে হয়েছিল ২৫০ কোটি টাকার চুক্তি

২০২৩ সালে অ্যাডিডাসের সঙ্গে হাত মিলিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই চুক্তি আগামী ৫ বছর অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত করা হয়েছিল। ইতিপূর্বে টিম ইন্ডিয়ার কিট স্পনসর করত নাইকি। বিসিসিআই এবং নাইকির চুক্তি ২০২০ সালে শেষ হয়ে যায়। এরপর বাইজুস এবং এমপিএল হাত মিলিয়ে ছিল বিসিসিআই-এর সঙ্গে। অবশেষে ২০২৩ সালে বিসিসিআই-অ্যাডিডাসের মধ্যে ২৫০ কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তি এখনও রয়েছে।

Indian Cricket Team Shubman Gill